Entertainment

রাজকুমার রাও সম্বন্ধে মুখ খুললেন অভিনেত্রী দিয়া মির্জা

‘ভিড়’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। ছবি মুক্তি পাওয়ার পর সিনেমার শ্যুটিং চলাকালীন রাজকুমার রাওয়ের ব্যবহার সম্বন্ধে মুখ খুললেন দিয়া মির্জা।

Published by
News Desk

অনুভব সিনহার ভিড় এমন এক সিনেমা যা লকডাউনের সময়ের জ্বলন্ত চিত্র তুলে ধরে। এমন সিনেমা তৈরি করা কঠিন। যা তৈরি করেছেন অনুভব।

সেই সিনেমায় অভিনয় করেছেন পঙ্কজ কাপুর, আশুতোষ রাণা, রাজকুমার রাও, দিয়া মির্জা, ভূমি পেডনেকর। সিনেমাটি তৈরি হয়েছে লকডাউনের সময় একটি জায়গায় পরিযায়ী শ্রমিকদের আটকানোকে কেন্দ্র করে।

সিনেমার শ্যুটিং চলাকালীন সকলে একসঙ্গে অভিনয় করছিলেন। সেই অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিতে গিয়ে রাজকুমার রাও সম্বন্ধে মুখ খুললেন দিয়া মির্জা।

দিয়া কার্যত দরাজ সার্টিফিকেট দিয়েছেন রাজকুমারকে। সেই সঙ্গে তাঁর ব্যাখ্যায় রাজকুমার রাওয়ের দুষ্টু বুদ্ধি খুব কাজ করে। তবে এ দুষ্টু বলতে রাজকুমারের বুদ্ধিমত্তার কথাই তুলে ধরেছেন দিয়া।

শ্যুটিং চলাকালীন রাজকুমারের দুষ্টু বুদ্ধির পরিচয় দিয়া পেয়েছেন। সেই সঙ্গে দিয়ার মতে পঙ্কজ কাপুর এবং আশুতোষ রাণা ২ জনই একটা করে অধ্যায়। এতটাই শক্তিশালী অভিনেতা তাঁরা।

দিয়া মির্জা, ছবি – আইএএনএস

ভূমিকেও দারুণ অভিনেত্রী হিসাবে সার্টিফিকেট দিয়েছেন একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী। দিয়া এটাও জানান অনুভব সিনহার সঙ্গে এটা তাঁর চতুর্থ সিনেমা। তবে তাঁর মনে হয়েছে এটাই সবচেয়ে শক্ত সিনেমা ছিল।

লকডাউনকে সামনে রেখে একাধিক সিনেমা তৈরি হয়েছে। লকডাউনের পটভূমিকে সামনে রেখে অনেক কঠিন কঠোর বাস্তব তুলে ধরা হয়েছে। তুলে ধরা হয়েছে মানুষের চরম সমস্যার কথাও। ভিড় সিনেমা লকডাউনের সেই কঠিন সময়েরই চালচিত্র। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk