Let’s Go

নুনের মরুভূমির মাঝে এ এক আজব গ্রাম, বছরের কটা দিন কাটে খুব মজায়

নুনের মরুভূমির মাঝে এ গ্রাম নিজেই মানুষকে অবাক করে। গোটা গ্রামটাই একটা নুনের মরুভূমি। সেখানে আবার বছরের কটা দিন দারুণ মজা।

Published by
News Desk

ভারতে এমন কয়েকটি গ্রাম রয়েছে যা ভারতের মানুষ তো বটেই বিদেশি পর্যটকদেরও টেনে এনেছে এই দেশে। তেমনই একটি গ্রাম রয়েছে নুনের মরুভূমির মাঝে। চারধার জুড়ে সাদা বালির প্রান্তর। নুন এখানে অনেক। নুনের প্রান্তর বললেও কম বলা হয়।

সমুদ্র এখানেই নুনের অপার ভাণ্ডার মজুত করেছে। ভারতের এই গ্রাম অবস্থিত কচ্ছের রণ-এর মাঝে। যেখানে শুধু ধূধূ প্রান্তরে সাদা রং রাজত্ব করে। এ গ্রামের নাম ধোরডো।

এই ধোরডো গ্রামের কাছেই রয়েছে একটি মাটির তৈরি কেল্লা। যা বহু মানুষকে অবাক করে। আপাত দৃষ্টিতে অত্যন্ত প্রত্যন্ত এই গ্রাম কিন্তু সারা বছর যতই সাদামাটা জীবন যাপন করুক না কেন বছরের একটা সময় সেখানে দারুণ মজা করেই কাটে।

বিশাল প্রান্তরের মাঝে এই গ্রামে বছরে একবার রণ উৎসব আয়োজিত হয়। এই উৎসব কিন্তু অন্য চেনা উৎসবের চেয়ে কিছুটা হলেও আলাদা। সে সময় এখানে গ্রামের নিজস্ব সংস্কৃতি রঙিন হয়ে সামনে আসে।

পর্যটকরা এই সময় ধোরডো গ্রামে ভিড় জমান এই উৎসবের টানে। সঙ্গে বাড়তি আকর্ষণ নুনের মরুভূমির মাঝখান দিয়ে উটে চড়ে ঘোরা। উটের পিঠে চড়তে না চাইলে জিপে করেও সাফারি করা যায় এখানে।

পর্যটকরা এই উৎসবে হাজির হলে অপেক্ষায় থাকেন ভোর আর বিকেলে। সূর্য ওঠা আর সূর্য ডোবার পালা এই প্রান্তরের মাঝে এক অন্যই রূপ নিয়ে প্রকাশিত হয়। ভোরে বা বিকেলে সূর্যের এক অন্যই রূপ মুগ্ধ করে সকলকে।

Share
Published by
News Desk