National

ভারতে হরপ্পার শহর পেল ইউনেস্কো-র বিরল সম্মান

দেশে এমন বেশ কিছু জায়গা রয়েছে যেখানে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকরা হরপ্পা সভ্যতার নিদর্শন পেয়েছেন। তেমনই একটি শহর পেয়ে গেল ইউনেস্কোর বিরল সম্মান।

Published by
News Desk

ইতিহাসের পাতায় সিন্ধু সভ্যতার কথা সকলেই পড়েছেন। যার একটা বড় অংশ পাকিস্তানে রয়েছে। বাকিটা ভারতে। সিন্ধু সভ্যতার বিভিন্ন নিদর্শন পাওয়া যায় ভারতের কিছু অংশে।

ভারতের পঞ্জাব, হরিয়ানা, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে হরপ্পা সভ্যতার যে নিদর্শন পাওয়া যায় তা মাটি খুঁড়ে পাওয়া যায়। এমনই একটি হরপ্পার শহর উদ্ধার হয় গুজরাটের কচ্ছের রানে।

ধোলাভিরা নামে এই শহরটিকে বিশেষ তকমা দেওয়ানোর উদ্যোগ তারপর শুরু করে ভারত সরকার। ভারতের তরফে ২০২০ সালের জানুয়ারি মাসে ইউনেস্কো-র কাছে আবেদন পাঠানো হয় ধোলাভিরা নিয়ে।

ধোলাভিরা দ্যা হরপ্পান সিটি নাম দিয়ে ইউনেস্কোর কাছে পাঠানো হয়। যদিও ২০১৪ সাল থেকেই শহরটি ইউনেস্কোর তালিকায় ছিল।

ইউনেস্কো ২০১৪ সাল থেকেই সেটিকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখছিল। তারমধ্যেই ২০২০-তে ভারতের তরফে তদ্বির করা হয়। অবশেষে তার ফল মিলল।

ধোলাভিরা অবশেষে পেল ইউনেস্কো-র ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা। ধোলাভিরা এই বিরল তকমা পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, যাঁরা দেশের ইতিহাস, সংস্কৃতি নিয়ে উৎসাহী তাঁদের এই জায়গায় অবশ্যই আসা উচিত।

ধোলাভিরা ইউনেস্কোর হেরিটেজ সাইটের তকমা পাওয়ার পর ভারতের মোট ৪০টি সাইট তালিকাভুক্ত হল। এতে ভারত সুপার-৪০ ক্লাবে ঢুকে পড়ল। ভারত ছাড়া এই সুপার-৪০ ক্লাবে রয়েছে ইতালি, স্পেন, চিন, জার্মানি ও ফ্রান্স। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk