Entertainment

এবার ধোনিদের ধাওয়া করলেন ধিনচ্যাক পূজা

Published by
News Desk

মাঝখানে কিছুদিনের বিরতি। ফের স্বমহিমায় ফিরলেন ধিনচ্যাক পূজা। এর আগে ভক্তদের মনোরঞ্জন করতে অনেক গানই গেয়েছেন তিনি। এবার দেশের জন্য কিছু করতে চেয়েছিলেন দিল্লির মেয়ে। অনেক ভেবেচিন্তে শেষে চলতি বছরে আইপিএলে ফর্মে থাকা চেন্নাই সুপার কিংসের জন্য গান বানালেন তিনি। গানের কথা পূজার নিজের। তাতে সুরও বসিয়েছেন তিনি নিজেই। ইউটিউবে খোঁজ করলেই পাওয়া যাচ্ছে পূজা জৈন ওরফে ধিনচ্যাক পূজার গানের ভিডিওটি। ভিডিওতে আইপিএল ট্রফি জিততে চেন্নাই সুপার কিংস দলকে উদ্বুদ্ধ করতে র‍্যাপিং করতে দেখা যাচ্ছে তাঁকে। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বন্দনায় মুখর হয়েছে পূজার কণ্ঠ। চেন্নাই সুপার কিংসের দলের প্রতীক চিহ্ন সিংহ। তাই ভিডিওতে গ্রাফিক্সের সাহায্যে বানানো সিংহের পাশে বসে পছন্দের আইপিএল দলকে ভরপুর সমর্থন করতে দেখা যাচ্ছে বছর ২৫-এর পূজাকে। তাঁর ‘জিতেঙ্গে ভাই জিতেঙ্গে’ গানের সেই ভিডিও এরমধ্যেই দেখে ফেলেছেন কয়েক হাজার ভক্ত।

আসলে গলায় সুর থাক বা না থাক, ধিনচ্যাক পূজার গান গাওয়া আটকায় কার সাধ্যি! গান গেয়ে এরমধ্যে সোশ্যাল মিডিয়ায় পূজা বানিয়ে ফেলেছেন লক্ষ লক্ষ ভক্ত। তাঁর সমালোচকের সংখ্যা অবশ্য আরও বেশি। ধিনচ্যাক পূজার ‘সেলফি ম্যায়নে লে লিয়া’, ‘দিলো কা স্কুটার’, ‘দারু’ গান অনেকেই শ্রুতিমধুর বলে মনে করছেন না। একসময় পূজার ‘র‍্যাপিং’-এ অতিষ্ঠ হয়ে ওঠে ইউটিউব কর্তৃপক্ষও। ভুরি ভুরি অভিযোগ পাওয়ার পর পূজার ‘সেনসেশনাল’ গান ‘ব্যান’ করে দেওয়া হয়। কিন্তু পূজা পূজাই। তাঁর কণ্ঠ কেউ কোনওভাবে বন্ধ করতে পারবেনা। অনেকের মতে তাঁর চেন্নাইয়ের সমর্থনে গানটি একটি কর্ণবিদারী বোমা ছাড়া আর কিছু নয়। সেই বোমায় আদতে চেন্নাই সুপার কিংস কতটা উদ্দীপ্ত হল, সে খবর অবশ্য কারোরই জানা নেই।

Share