চলচ্চিত্র জগতে ইন্দ্রপতন, প্রয়াত ধর্মেন্দ্র, শোকস্তব্ধ বলিউড
চলে গেলেন শোলের বীরু, বলিউডের হিম্যান ধর্মেন্দ্র। হালেই ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। তবে শেষ রক্ষা হল না। শেষ হল একটা অধ্যায়ের।
শোকস্তব্ধ বলিউড। চলে গেলেন বলিউডের হিম্যান বলে পরিচিত ধর্মেন্দ্র। বয়স হয়েছিল ৮৯ বছর। কয়েকদিন আগেই তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিস্থিতি খুব ভাল না থাকলেও চিকিৎসকদের প্রচেষ্টায় তিনি অনেকটাই ঘুরে দাঁড়ান।
গত ১২ নভেম্বর তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। তাঁকে যখন ছাড়া হয় তখন তিনি স্থিতিশীল ছিলেন। চিকিৎসকদের জানিয়েছিলেন পুরো চিকিৎসায় তিনি খুশি।
সে সময় তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হয়। কিন্তু তার কিছুদিনের মধ্যেই চলে গেলেন বলিউডের অন্যতম এক নাম ধর্মেন্দ্র। সংবাদ সংস্থা আইএএনএস ধর্মেন্দ্র-র প্রয়াণের কথা নিশ্চিত করেছে। আগামী ৮ ডিসেম্বরই তাঁর ৯০ বছর পূর্ণ হওয়ার কথা ছিল।
পদ্মভূষণ সম্মানে ধর্মেন্দ্র সম্মানিত হন ২০১২ সালে। অভিনয় ছিল তাঁর প্রাণ। ২০২৪ সালেও তাঁকে সিনেমার রূপোলী পর্দায় দেখতে পাওয়া গিয়েছিল।
১৯৬০ সালে তাঁর সিনেমায় আত্মপ্রকাশ। ডেবিউ সিনেমার নাম ছিল দিল ভি তেরা হাম ভি তেরে। তারপর ধর্মেন্দ্রকে আর কখনও পিছন ফিরে তাকাতে হয়নি। অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাঁর ছেলেরাও বলিউড তারকা। সানি দেওল বা ববি দেওলের নাম এক ডাকে চেনেন সকলে।
১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যে নায়ক হিসাবে সবচেয়ে বেশি সফল সিনেমায় অভিনয় করেন ধর্মেন্দ্র। ১৯৯০ সালের পর থেকে তিনি সিনেমার পর্দায় হিরো হিসাবে নয়, চরিত্র অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করতে থাকেন। সেখানেও তিনি সমান সাফল্য অর্জন করেন। ধর্মেন্দ্র-র প্রয়াণ ভারতীয় চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













