World

ব্রিজের ওপর ট্রেন দুর্ঘটনা, মৃত ৬ যাত্রী

Published by
News Desk

একেবারে ব্রিজের ওপরই দুর্ঘটনার কবলে পড়ল একটি ট্রেন। জানা গেছে, প্রবল গতিতে হাওয়া বইছিল। সেই হাওয়ার ধাক্কা ২ ট্রেনের মধ্যে কিঞ্চিত সংঘর্ষের কারণ হয়। যার জেরে ব্রিজের ওপর দুর্ঘটনা ঘটে। যদিও পুলিশ বা ট্রেন কর্তৃপক্ষের তরফে দুর্ঘটনার কারণ সম্বন্ধে পরিস্কার করে কিছু জানানো হয়নি। এই ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় ৬ যাত্রীর। ঘটনাটি ঘটেছে ডেনমার্কে।

ডেনমার্কের ২টি দ্বীপ ফুনেন ও জিল্যান্ড। ২টি দ্বীপের মধ্যে ট্রেন যোগাযোগ অক্ষুণ্ণ রাখে গ্রেট বেল্ট ব্রিজ। সেই বিখ্যাত ব্রিজের ওপরই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয় ওই ব্রিজের ওপর ট্রেন চলাচল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Denmark

Recent Posts