World

রহস্যময় বিমান যাত্রায় কোথায় নামবেন জানা নেই, চোখের পলকে শেষ টিকিট

বিমানে কেউ টিকিট কাটেন গন্তব্য স্থির করে। গন্তব্যের ঠিক নেই, এমন বিমানের টিকিট কেউ কাটবেন কি? হটকেকের মতন শেষ হয়ে গেল এমনই রহস্য বিমান যাত্রার টিকিট।

Published by
News Desk

বিমান হোক বা ট্রেন, যে কেউ গন্তব্য স্থির করে তবেই তো টিকিট কাটেন। বিমান বা ট্রেনের টিকিট কাটলেন, কিন্তু জানেন না সেটা কোথায় গিয়ে নামাবে! এমন যাত্রায় কি কেউ রাজি হবেন? স্বাভাবিক উত্তর না।

কিন্তু এক্ষেত্রে এমনই এক রহস্যময় যাত্রার টিকিট উধাও হয়ে যায় চোখের পলক ফেলতে। তাও সে টিকিট যে কেউ চাইলেই কিনতে পারেননি। পেরেছেন ওই বিমান সংস্থায় প্রায়শ যাতায়াতকারী মানুষজন। যাঁরা ওই বিমান সংস্থায় অহরহ যাতায়াত করার ফলে বোনাস পয়েন্ট পেয়েছেন। আর সেটা কাজে লাগিয়ে টিকিট কাটতে পেরেছেন।

স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্স নামে বিমান সংস্থা কোপেনহেগেন থেকে একটি বিমান যাত্রার ব্যবস্থা করে। যেখানে এই রহস্য যাত্রার অংশ হওয়ার সুযোগ পান ওই বিমান সংস্থায় প্রায়শই যাতায়াত করা যাত্রীরা।

বিমানটি ডেনমার্কের রাজধানী শহর কোপেনহেগেন থেকে উড়লেও কোথায় যাবে তা যাত্রীদের জানানো হয়নি। এমনকি বিমানের পাইলট বাদ দিয়ে কর্মী বা বিমানসেবিকারাও জানতেন না তাঁরা কোথায় যাচ্ছেন।

অ্যাডভেঞ্চার প্রিয় মানুষজনের জন্য এমন এক বিশেষ বিমান যাত্রার আয়োজন করে বিমান সংস্থাটি তাক লাগিয়ে দিয়েছে। বিমানে যাত্রীদের একটি নতুন জায়গায় নিয়ে যাওয়ায় হয়। সেখানটা ঘুরে দেখার সুযোগ পান তাঁরা।

তবে শর্ত একটাই ছিল, সেখানে পৌঁছনোর আগে জানতে পারবেননা কোথায় যাচ্ছেন। দারুণভাবে জনপ্রিয় হয়েছে এই রহস্য বিমান যাত্রার ভাবনা।

Share
Published by
News Desk
Tags: Denmark

Recent Posts