World

সামনে এল বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের নাম, নামটা কি ভারতের কোনও শহরের

বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর কোনটা। যে কারও মনে এ প্রশ্ন জাগতে পারে। নামটা ভারতের কোনও শহরের কিনা সে প্রশ্ন যেকোনও ভারতীয়ের মনে উঁকি দেবে।

Published by
News Desk

বিশ্বজুড়ে ৭টি মহাদেশ। সেখানে অনেক দেশ। সেসব দেশে অনেক শহর। যেসব শহরের মধ্যে আবার অনেক শহরকেই একডাকে চেনেন বিশ্ববাসী। কিন্তু প্রশ্ন হল এসব শহরের মধ্যে সবচেয়ে বাসযোগ্য শহর কোনটা?

এই তালিকা প্রকাশ করেছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। বিশ্বের ১৭৩টি শহরের নামের তালিকা প্রকাশ করেছে তারা। ২০২৫ সালের জন্য এই তালিকা প্রকাশিত হয়েছে।

প্রসঙ্গত গত ৩ বছর ধরে এই তালিকায় প্রথম স্থান ধরে রেখেছিল ভিয়েনা। কিন্তু ভিয়েনাকে দ্বিতীয় স্থানে নামিয়ে দিয়েছে ডেনমার্কের কোপেনহেগেন। ২০২৫ সালের তালিকায় বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর হিসাবে বিবেচিত হয়েছে কোপেনহেগেন।

ভিয়েনা ৩ বছর ধরে প্রথমে থাকার পর এবারের তালিকায় সুইৎজারল্যান্ডের জুরিখ শহরের সঙ্গে দ্বিতীয় স্থান ভাগ করে নিয়েছে। তৃতীয় স্থান পেয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। চতুর্থ হয়েছে সুইৎজারল্যান্ডের জেনেভা।

এরপর তালিকায় একে একে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি, নিউজিল্যান্ডের অকল্যান্ড, জাপানের ওসাকা, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, কানাডার ভ্যাঙ্কুভার। ভারতের কোনও শহর প্রথম ১০-এ জায়গা পায়নি।

প্রথম ১০টি দেশের তালিকায় নেই ভারতের কোনও শহর। নেই লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক, বার্লিন, মস্কো বা এমন কোনও নামী শহরের নাম। কীভাবে বেছে নেওয়া হয় শহর কতটা বাসযোগ্য?

স্বাস্থ্য, শিক্ষা, স্থিতিশীলতা, পরিকাঠামো এবং পরিবেশ, এই বিষয়গুলির ক্ষেত্রে কোন শহর কতটা এগিয়ে সেটাই যাচাই করা হয় এই তালিকা প্রস্তুতের সময়। প্রসঙ্গত তালিকার একদম শেষে রয়েছে লিবিয়ার ত্রিপোলি শহরের নাম।

Share
Published by
News Desk
Tags: Denmark

Recent Posts