Categories: Kolkata

ঝাঁটা তুলে নিলেন অভিভাবকরা

Published by
News Desk

ডেঙ্গি থেকে ছেলেমেয়েদের বাঁচাতে এবার হাতে ঝাঁটা তুলে নিলেন অভিভাবকরাই। সল্টলেকের সিএ স্কুলে এদিন না পুরসভা আর না স্কুল কর্তৃপক্ষ, কারও ওপরই কোনও ভরসা করতে পারেননি তাঁরা। নিজেদের ছেলেমেয়েরা যাতে স্কুলে পড়তে এসে মারণ ডেঙ্গিতে আক্রান্ত না হয় তা সুনিশ্চিত করতে বুধবার সকালে অভিভাবকরাই স্কুল পরিস্কারে কোমরবেঁধে নেমে পড়েন। স্কুলে জমে থাকা ময়লা পরিস্কার করে সাফ করে ফেলেন তাঁরা। এদিকে সব স্কুলেই প্রশাসনের তরফে নোটিস পাঠান হয়েছে। স্কুলের চত্বর পরিস্কার রাখার সঙ্গে সঙ্গে তাঁদের করণীয় কাজ সম্বন্ধে নোটিসে স্কুল কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এদিকে এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তের সংখ্যা প্রায় ন’শো।

Share
Published by
News Desk

Recent Posts