Entertainment

নির্ভয়াকে শ্রদ্ধা জানিয়ে মুক্তি পাচ্ছে ‘দিল্লি বাস’

Published by
News Desk

২০১২ সালের ১৬ ডিসেম্বর শীতের রাতে দিল্লির বুকে এক নৃশংস গণধর্ষণ গোটা দেশকে উত্তপ্ত করে দিয়েছিল। চলন্ত বাসে সেই গণধর্ষণ গোটা বিশ্বে নির্ভয়া কাণ্ড নামে পরিচিত। এবার সেই নির্ভয়া কাণ্ডকে সামনে রেখেই মুক্তি পেতে চলেছে একটি সিনেমা। নাম দিল্লি বাস। সিনেমার পরিচালনা করেছেন শারিক মিনহাজ। দিল্লি ফাস্ট ট্র্যাক কোর্টে এই গণধর্ষণের ঘটনায় যে চার্জশিট জমা পড়েছিল, সেই চার্জশিটের ভিত্তিতেই এই সিনেমাকে সাজিয়ে তোলা হয়েছে।

পরিচালকের মতে, এই ঘটনা দেশে মহিলাদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। মহিলা নিরাপত্তা এখন দেশের অন্যতম এক আলোচ্য বিষয়। নির্ভয়ার জীবন ও তাঁর আত্মসম্মানকে শ্রদ্ধা জানিয়েই এই সিনেমা তৈরি করা হয়েছে বলে জানান মিনহাজ। দিব্যা সিং, অঞ্জন শ্রীবাস্তব অভিনীত এই সিনেমা মুক্তি পাবে আগামী বছরের ২৫ জানুয়ারি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk