World

নীল হয়ে গেল পিচ ঢালা রাস্তা, নীল হয়ে গেল গাড়ি

এ কি কাণ্ড। একের পর এক গাড়িতে নীল রং হয়ে যাচ্ছে। কেউ তা চাইছেন না। কিন্তু হয়ে যাচ্ছে। প্রায় ১ কিলোমিটার রাস্তা মুখ ঢাকল নীল রংয়ে।

Published by
News Desk

পিচ ঢালা কালো রাস্তা। ব্যস্তও বটে। ফলে গাড়ির ভিড় লেগেই আছে। ব্যস্ত রাস্তায় ছুটে চলেছে অগুন্তি গাড়ি। সব ঠিকই চলছিল। কিন্তু আচমকাই সকলে লক্ষ্য করেন রাস্তার একটা অংশ নীল রংয়ের হয়ে গেছে। বেশ উজ্জ্বল নীল রং। যা আবার বেশ তরল অবস্থায় রয়েছে।

এই নীল রং রাস্তাকে যেমন নীল করে দিয়েছে, তেমন অনেক গাড়ির চেহারাও বদলে দিয়েছে। সে গাড়ির রং যাই হোক না কেন, গাড়ির গায়ে রাস্তার সেই নীলের ছিটে লেগে নীল হয়ে যাচ্ছে।

গতিতে রাস্তার ওই নীলের ওপর দিয়ে চাকা ঘুরলেই চাকা থেকে ছিটকে নীল রং আশপাশের গাড়িতে গিয়ে লাগছে। ফলে তাদের রংও নীল হয়ে যাচ্ছে।

কীভাবে এল এই নীল রং? এর পিছনে দায়ী কে? প্রায় ১ কিলোমিটার রাস্তা এভাবে একটা ধার ধরে নীল রংয়ের হয়ে গেল কার জন্য তা জানতে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছে আমেরিকার ডেলাওয়্যার প্রদেশের পরিবহণ দফতর।

কীভাবে নীল রংটা এল তা পরিস্কার না হওয়ায় পরিবহণ দফতর সাধারণ মানুষের সাহায্য চেয়েছে। যদি কারও জানা থাকে এই নীল রং রাস্তায় এল কীভাবে তাহলে তিনি যেন দ্রুত পরিবহণ দফতরকে বিস্তারিত তথ্য জানান তার আবেদনও করা হয়েছে। এদিকে রাস্তার রং নীল হয়ে যাওয়া এবং তার জেরে অনেকগুলি গাড়িতে নীল রংয়ের কমবেশি ছিটে নিয়ে বিরক্ত এলাকাবাসী।

Share
Published by
News Desk

Recent Posts