Entertainment

এমন স্বামী পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছেন দীপিকা

Published by
News Desk

এমন স্বামী পেয়ে তিনি নিজেকে ভাগ্যবতী মনে করছেন বলে জানালেন অভিনেত্রী দীপিকা সিং। ছোট পর্দায় এখন তাঁর হাতে অনেক কাজ। এদিকে ছেলেটাও ছোট। তাই তাকেও ছেড়ে থাকা মুশকিল। এই সময় তাঁর স্বামী পেশায় পরিচালক রোহিত গোয়েল নাকি ছুটি নিয়ে বাড়িতে রয়েছেন। ছেলে সোহমের খেয়াল রাখছেন। তার সঙ্গে সময় কাটাচ্ছেন। তিনিই দীপিকাকে বলেছেন তিনি চুটিয়ে সময় দিয়ে নিজের কাজ করতে পারেন। ছেলের যাতে মনে না হয় যে তার বাবা-মা তার খেয়াল রাখেনা, সেজন্য আপাতত তিনি নিজে বাড়িতেই থাকবেন।

স্বামীর এই এগিয়ে এসে তাঁর পাশে দাঁড়ানোয় বেজায় খুশি দীপিকা। সংবাদ সংস্থাকে দীপিকা জানান, তিনি নিজেকে ভাগ্যবতী মনে করেন যে এমন স্বামী পেয়েছেন। দীপিকা এও জানান, তিনি নিজে কখনও রোহিতকে কাজ ফেলে বাড়িতে থাকার জন্য চাপ দেননি। বরং রোহিত নিজেই এগিয়ে এসে তাঁর পাশে দাঁড়িয়েছেন। যাতে তিনি তাঁর ভালবাসার কাজটা চালিয়ে যেতে পারেন।

ছোট পর্দায় দীপিকা সিং যথেষ্ট সফল অভিনেত্রী। ফলে কাজও পান। তাঁর ‘দিয়া অউর বাতি হাম’ সিরিয়াল মানুষের মন জয় করতে সমর্থ হয়েছে। পর্দায় আসতে চলেছে তাঁর আরও একটি নতুন সিরিয়াল ‘কবচ মহাশিবরাত্রি’। আপাতত স্বামী ছেলের দায়িত্ব নেওয়ায় তাই তিনি নিশ্চিন্তে সময় দিয়ে নিজের কাজে মন দিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk