Entertainment

নেশায় ঢুলুঢুলু চোখ, বেসামাল দীপিকা

Published by
News Desk

বলিউড তারকাদের ট্রোলের দশা চলছে। শাহরুখ ঘরণী গৌরী খানের পর এবার ট্রোলবিদ্ধ হলেন বি-টাউন কুইন দীপিকা পাড়ুকোন। সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবতী’ ছবির প্রধান চরিত্রে তিনি। সিনেমার মুক্তি নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক জটিলতা। তবে বিতর্ক যাই থাক, ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।

ট্রেলারের সাফল্য উদযাপন করতে রবিবার মুম্বইতে নিজের বাড়িতে পার্টির আয়োজন করেন দীপিকা। পার্টিতে উপস্থিত ছিলেন শাহরুখ ও গৌরী খান, রণবীর সিং, করণ জোহর, অভিষেক বচ্চন, আলিয়া ভাট সহ এক ঝাঁক তারকা। সেদিনের পার্টির আনন্দ মুহুর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দীপিকা। ছবিতে দেখা যাচ্ছে রণবীর সিংয়ের দুই ভাই আদর ও আরমান জৈনের গলা জড়িয়ে আছেন দীপিকা। মোহময়ী দৃষ্টিতে ক্যামেরাম্যানের দিকে তাকিয়ে পোজ দিয়েছেন তিনি। এই ছবিটি নিয়ে সমালোচনার ব্যঙ্গবাণে বিদ্ধ হন দীপিকা। দীপিকাভক্তদের কথায়, তাঁকে ছবিটিতে নেশাগ্রস্থ ও অশ্লীল দেখাচ্ছে। এর আগেও একটি ফটোশ্যুটে পোশাক বিতর্ক নিয়ে ট্রোলড হন দীপিকা। সেইবার সমালোচকদের একহাত নিয়েছিলেন তিনি। এবারে তিনি কি প্রতিক্রিয়া জানান, সেটাই দেখার। ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম

Share
Published by
News Desk