Entertainment

ঘাড়ের ‘ব্যান্ডেজ’ রহস্যের কারণ জানালেন দীপিকা

Published by
News Desk

ঘাড়ে ব্যান্ডেজ দেখে সন্দেহ হয়েছিল সকলের। তবে কি ঘাড় থেকে প্রাক্তন প্রেমিককে নামিয়েই ফেললেন দীপিকা পাড়ুকোন? রণবীর কাপুরের নামের আরকে ট্যাটুর জায়গায় কি তবে এবার দেখা যাবে আরএস? সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দীপিকার ঘাড়ে আরকে ট্যাটুর ওপর ব্যান্ডেজ পড়ায় জোর কানাঘুষো শুরু হয় বি-টাউনে। তবে সকলের প্রতিবারের গুজব যে সত্যি হবে এমনটা নয় মোটেই। সেকথা জানিয়ে দিলেন খোদ দীপিকাই।

ট্যাটু নয়, আসলে জিমে শরীর চর্চা করতে গিয়েই ঘাড়ে চোট পেয়েছিলেন তিনি। ‘পদ্মাবতী’-র ধকল এমনিতেই ক্লান্ত করে দিয়েছিল তাঁকে। তারপর জিমে ফিট হতে গিয়েই ঘটে যায় বিপত্তি। তাই আপাতত বিশ্রামেই থাকতে হচ্ছে অভিনেত্রীকে। তবে এখন তিনি সুস্থ আছেন বলেই জানিয়েছেন দীপিকা। খুব শীঘ্রই তিনি ফিজিওথেরাপির সাহায্য নেবেন বলেও সংবাদমাধ্যমকে জানিয়েছেন। আর তারপরেই পুরোদমে আগামী ছবির শ্যুটিংয়ে লেগে পড়বেন বলিউডের লেডি সুপারস্টার।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk

Recent Posts