Entertainment

ঘাড়ে ব্যান্ডেজ! কী হল দীপিকার?

Published by
News Desk

মন থেকে রণবীর কাপুরের নাম সরিয়ে ফেলেছেন আগেই। তবে কি এবার ঘাড় থেকেও তাঁকে নামাতে চলেছেন দীপিকা পাড়ুকোন? এবার কি তবে তাঁর মনের পাশাপাশি ঘাড়েও জায়গা পেতে চলেছে নতুন কেউ? এই নিয়েই এখন জোর কানাঘুষো চলছে টিনসেল টাউনে! তবে কি নতুন কোনও সম্পর্কে জড়াতে চলেছেন বি-টাউনের সুন্দরী? এই সব প্রশ্নের উত্তর এখন দিতে পারেন একজন। তিনি হলেন খোদ দীপিকা পাড়ুকোন।

গত বুধবার মুম্বই বিমানবন্দরে দীপিকাকে দেখার পর থেকেই শুরু হয়েছে নতুন জল্পনা। চোখে সানগ্লাস। মাথায় উঁচু করে পনিটেল বাঁধা। পরনে ছাইরঙা ক্রপ টপ ও সাদা ট্রাউজার্স। হাসি হাসি মুখে সাতসকালে বিমানবন্দরে হাজির হয়েছিলেন অভিনেত্রী। হায়দরাবাদের উদ্দেশে গতকাল রওনা দেন তিনি। দীপিকার বিমানবন্দরে ঢোকার মুহুর্তের বেশ কিছু ছবি ক্যামেরাবন্দি করে নেন উপস্থিত লোকজন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই সকলের নজর গিয়ে পড়ে দীপিকার ঘাড়ের দিকে। সেখানে ব্যান্ডেজ বাঁধা। তবে কি ঘাড়ে চোট বা ব্যথা পেয়ে ব্যান্ডেজ বেঁধেছেন দীপিকা? প্রিয় অভিনেত্রীকে নিয়ে চিন্তায় পড়ে যান নেটিজেনরা।

কেউ কেউ অবশ্য ব্যান্ডেজের আড়ালে অন্য রহস্যের গন্ধ পাচ্ছেন। ঘাড়ের ঠিক যে জায়গায় প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের নামের সংক্ষিপ্ত সংস্করণ ছিল, সেই জায়গাতেই তো ব্যান্ডেজ লাগানো আছে! তবে কি ঘাড় থেকে আরকে নামের ট্যাটু চিরস্থায়ীভাবে মুছে ফেললেন দীপিকা? ব্যান্ডেজ খুললে এবার কি তাহলে আরকে পাল্টে দেখা যাবে আরএস? অর্থাৎ, বর্তমান প্রেমিক রণবীর সিংয়ের নামের আদ্যক্ষর? সে প্রশ্নের উত্তর পেতে যদিও দীপিকার ব্যান্ডেজ খোলা অবধি অপেক্ষা করতে হবে উৎসাহী ভক্তদের।

Share
Published by
News Desk

Recent Posts