Entertainment

জন্মদিনে রণবীরের বাড়ি থেকে শাড়ি! দীপিকার আশীর্বাদ কি হয়ে গেল?

Published by
News Desk

ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের বৃহস্পতি এখন তুঙ্গে। একইসঙ্গে ঈর্ষনীয়ও বটে। হবে নাই বা কেন। একদিকে তাঁর ডিজাইন করা নববধূ অনুষ্কার পোশাক মন জয় করে নিয়েছে বিশ্ববাসীর। অন্যদিকে সব্যসাচীর ডিজাইন করা শাড়ি ‘হবু’ শ্বশুরবাড়ি থেকে জন্মদিনে উপহার পেলেন দীপিকা পাড়ুকোন। সঙ্গে চোখ ধাঁধানো হিরের নেকলেস। আর এই নিয়েই শুরু হয়েছে জল্পনা। গত ৫ জানুয়ারি ছিল দীপিকার ৩২ তম জন্মদিন। ওই দিন শ্রীলঙ্কায় প্রেমিক রণবীর সিংয়ের সঙ্গে নাকি বাগদান সেরে ফেলেছেন দীপিকা। এমনটাই রটে যায় চারদিকে। পরে শ্রীলঙ্কা বদলে রটে মালদ্বীপেই নাকি লুকিয়ে বাগদান সেরে ফেলেছেন দীপিকা ও রণবীর। সেই রটনাকেই আরও একবার উস্কে দিল জন্মদিনে পাওয়া দীপিকার উপহার। যা সাধারণত পাত্রীকে আশীর্বাদ করার সময় দিয়ে থাকে পাত্রপক্ষ। সেই উপহার পেয়ে আহ্লাদে আটখানা রণবীরের প্রেমিকাও।

মিয়াঁ বিবির সাতপাকে বাঁধা পড়ার বিষয়ে নাকি সম্মতি দিয়েছেন রণবীরের বাড়ির লোকও। এমনটাও শোনা যাচ্ছে। তবে কানাঘুষো যাই চলুক। বিয়ে বা বাগদান নিয়ে এখনও অবধি চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখে চলেছেন রণবীর-দীপিকা। তাই রটনা আকাশে বাতাসে যতই ঘুরুক, বিয়ের দিন ঘোষণা না করা পর্যন্ত কিছুই পরিস্কার নয়। তবে কথায় বলে যা রটে, তার কিছুটা তো বটে! এক্ষেত্রেও সেই আপ্তবাক্য সত্য কবে হয় সেই অপেক্ষায় সকলে। অনেকের আবার ধারণা বিরাট-অনুষ্কার রাস্তায় হেঁটে আগেভাগে নয়, একেবারে ছাদনাতলার ছবি পোস্ট করেই সব জল্পনায় যবনিকা টানতে পারেন এই বলিউড জুটি।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk

Recent Posts