Entertainment

অমিতাভ বচ্চন তাঁর কি ফাঁস করেন সকলকে, জানালেন দীপিকা পাড়ুকোন

তাঁর একটি কথা সকলের কাছে ফাঁস করে দেন অমিতাভ বচ্চন। কি কথা অবশেষে বলে দিলেন দীপিকা পাড়ুকোন। সঙ্গে দিলেন পিকুর ছবি।

Published by
News Desk

অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন অভিনীত পিকু মুক্তির পর ৯ বছর কেটে গেছে। সুজিত সরকার পরিচালিত এই সিনেমায় আরও এক তারকা নজর কেড়েছিলেন। তিনি ইরফান খান।

প্রয়াত অভিনেতা ইরফান খানকে তাঁরা যে কতটা মিস করেন তা সোশ্যাল মিডিয়ায় অকপটেই জানিয়েছেন পিকু দীপিকা। সেই পিকু সিনেমার সেটের একটি ছবি পোস্ট করেন দীপিকা।

অমিতাভ বচ্চন, ইরফান খানের সঙ্গে তিনি বসে গল্প করছেন, এই ছবিটি পোস্ট করেন দীপিকা। আর সেখানেই তিনি লেখেন কীভাবে অমিতাভ বচ্চন তাঁর একটি কথা সকলকে বলে দিতে পছন্দ করেন।

দীপিকা জানিয়েছেন, অমিতাভ বচ্চন তাঁর খাওয়ার কথা সকলকে বলে দেন। দীপিকা কতটা খেতে পারেন সেকথা সকলকে নাকি ধরে ধরে বলেন অমিতাভ।

প্রসঙ্গত যে ছবিটি দীপিকা পোস্ট করেছেন সেখানে ৩ অভিনেতার পাশাপাশি একটা ফল সাজানো প্লেটও দেখা গেছে। সব মিলিয়ে তিনি খেতে কতটা পছন্দ করেন সেকথা অমিতাভ বচ্চন যে সকলকে বলে দিতে পছন্দ করেন তা অকপটেই জানিয়েছেন দীপিকা।

প্রসঙ্গত অমিতাভ বচ্চনের সঙ্গে ফের দেখা যেতে চলেছে দীপিকাকে। কল্কি ২৮৯৮ এডি সিনেমায় অমিতাভ ও দীপিকাকে ফের পর্দায় একসঙ্গে দেখা যাবে।

অন্যদিকে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ঘর আলো করে আসতে চলেছে নতুন সদস্য। তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলিউডের এই তারকা দম্পতি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk