Entertainment

বিরুষ্কাকে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানালেন রণবীর-দীপিকা

Published by
News Desk

গোটা বিশ্বসহ বলিউড ভিন্ন ভিন্ন মেজাজে অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিয়েছে ২০১৭-র বহুচর্চিত দম্পতি বিরুষ্কাকে। তবে একজনের নীরবতা বিশেষ করে সকলের নজর কেড়ে নেয়। তিনি অনুষ্কার প্রাক্তন প্রেমিকের বর্তমান প্রেমিকা দীপিকা পাড়ুকোন। রূপোলী পর্দার ‘ব্যান্ড বাজা বারাত’ এর সঙ্গীর সঙ্গে অনুষ্কার প্রেমসম্পর্কের বিচ্ছেদ হয়ে গেছে অনেক আগেই। বলিউড সাম্রাজ্যে ও ব্যক্তিগত জীবনে প্রাক্তন প্রেমিক-প্রেমিকা রণবীর সিং ও অনুষ্কা শর্মা নিজেদের মতো করে স্থিতিশীল। একদিকে ইতালির সৌন্দর্যের স্বর্গরাজ্যের বিলাসবহুল বুর্গ ফিনেচ্চিয়েতো সম্প্রতি সাক্ষী থেকেছে বিরুষ্কার রূপকথার প্রেম পরিণতির। অন্যদিকে বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী দীপিকার প্রেমে মজেছেন রণবীর সিং।

প্রতিদ্বন্দ্বিতাজনিত দূরত্ব থেকে দীপিকা বিরুষ্কার বিয়ে নিয়ে এমন শীতল অবস্থান নিয়েছেন কিনা তা নিয়ে চলছিল লাগাতার চর্চা। সেই জল্পনার অবসান ঘটালেন খোদ রণবীর-দীপিকা। বাকিদের মতো শুধু সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে দায়মুক্ত হতে চাননি তাঁরা। মুম্বইয়ে বিরুষ্কার নতুন আবাসনে নিজেদের স্বাক্ষর করা শুভেচ্ছা বার্তাসহ সুন্দর ফুলের তোড়া পাঠিয়ে নবদম্পতিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রণবীর ও দীপিকা।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

Share
Published by
News Desk

Recent Posts