Entertainment

সোনালি রঙের উপহারের মোড়কের মতো পোশাক পরে ‘ট্রোলড’ দীপিকা

Published by
News Desk

‘আবার একটা উপহারের মোড়ক। হতাশাজনক।’ না, বিয়ের মরসুমে কোনও উপহারের মোড়ক সম্পর্কে এমন খেদোক্তি কেউ করেননি। বলিউডের বিতর্কিত ‘পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোনের পোশাক সম্পর্কে ঠিক এমন ভাষাতেই কটাক্ষ করেছেন তাঁর এক অনুরাগী। গত রবিবার মুম্বইতে আয়োজিত একটি পুরস্কারপ্রদান অনুষ্ঠানে চিকচিকে সোনালি রঙের অদ্ভুত পোশাকে দেখা গেছে দীপিকাকে। তাঁর সেই পোশাকের ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গবিদ্রূপে মুখর হয়ে ওঠেন সমালোচকেরা।

কেউ তাঁর পোশাককে ‘বিপর্যস্ত’ অভিধা দেন। কেউ বা অভিনেত্রীকে ব্যাগের মতো দেখতে লাগছে বলে কটাক্ষ করেন। যেখানে অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্ডেজ, ইয়ামি গৌতম বা সদ্য মা হওয়া করিনার পোশাক নির্বাচন সকলের নজর কেড়েছে। সেখানে আলিয়া ভাট, শ্রীদেবী ও মাধুরী দীক্ষিতের পাশাপাশি দীপিকার কপালে জুটেছে সবথেকে খারাপ পোশাক নির্বাচকের তকমা। — ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম

Share
Published by
News Desk

Recent Posts