কপিল দেবের লুকে রণবীর সিং, ছবি - আইএএনএস
রণবীর সিং শুধুই তাঁর স্বামী নন, তিনি তাঁর ভাল বন্ধু, প্রেমিক এবং তাঁর কাছে সদ্যোজাত শিশুর মত, আনারসের মত! গত শনিবার ৩৪ বছর বয়স হল রণবীরের। স্বামীকে ওই বিশেষ দিনে অভিনন্দন জানাতে গিয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা দেন দীপিকা। লেখেন, রণবীর একজন সংবেদনশীল ও আবেগপ্রবণ, যত্নবান ও সহানুভূতিশীল, উদার ও ভদ্র, মজাদার ও বুদ্ধিমান, খোশমেজাজি এবং বিশ্বাসযোগ্য মানুষ। রণবীর এছাড়াও আরও অনেককিছু।
দীপিকা সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও দেন। যেখানে একটি ছোট ছেলেকে বরফের গোলা খেতে দেখা যাচ্ছে। দীপিকা রণবীরকে তাঁর ৩৪ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আরও লেখেন, তাঁকে এমনভাবেই চিরদিন দেখতে চান। দীপিকার এই পোস্ট রীতিমত হৈচৈ ফেলেছে টিনসেল দুনিয়ায়। দীপিকার বলিউডের প্রথম ছবির ডিরেক্টর ফারহা খান সোশ্যাল মিডিয়ায় তাঁদের অভিনন্দন জানান।
রণবীর এখন একটি বায়োপিক নিয়ে ব্যস্ত। ৮৩ নামে ওই বায়োপিকে তিনি কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন। ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপ জেতে ১৯৮৩ সালে। সেই বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেন কপিল দেব। সেই বিশ্ব জয়কে সামনে রেখে কপিল দেবের জীবন নিয়ে তৈরি হচ্ছে ৮৩। এই সিনেমার জন্য এখন ভারতীয় ক্রিকেটের ৮৩ বিশ্বকাপের খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখছেন রণবীর। তাঁদের সঙ্গে সময় কাটাচ্ছেন। তাঁর ৮৩ সিনেমার প্রথম লুকও তাঁর জন্মদিন উপলক্ষে সামনে আনেন বলিউড তারকা রণবীর সিং। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা