Entertainment

নিয়ন গ্রিনে মাথা ঘুরিয়ে দিলেন দীপিকা পাড়ুকোন

Published by
News Desk

বুক চেরা গাউন আর কালো অতিকায় বো। এমন পোশাকে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ঝড় তোলার পর এবার নিয়ন গ্রিনে সকলের মাথা ঘুরিয়ে দিলেন ‘পিকু’। নিয়ন গ্রিন ফ্লেয়ার্ড গাউনে দীপিকাকে একেবারে অন্য লুকে পেয়েছেন সকলে। সঙ্গে ছিল মাথায় ফুলের সাজের হেডগিয়ার। আর ছিল বো। এবার বোধহয় দীপিকা বো-টাকে আইকনিক করে তুলতে চাইছেন তাঁর পোশাকে। তাই বো ছিল গলার কাছে। তবে আগের পোশাকের মত বো দেখেই চোখ কপালে ওঠেনি সকলের। আকারে মানাসই ছিল বো।

ইতালির ডিজাইনার জিয়ামবাতিস্তা ভাল্লি-র ডিজাইন করা নিয়ন গ্রিন পোশাকে দীপিকা সামনে আসার পর চিত্রগ্রাহকদের ক্যামেরা বিশ্রাম নেওয়ার সময় পায়নি। দীপিকাও পোজ দিতে কার্পণ্য করেননি। সব মিলিয়ে কানের রেড কার্পেটে ফের হিট দীপিকা পাড়ুকোন।

নিজের এই নিয়ন গ্রিন পোশাকে ছবিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন দীপিকা। লিখেছেন নিয়ন গ্রিন জীবন যাপন চলছে। কানের বিভিন্ন পোশাকে রেড কার্পেটে হাজির হওয়া এবং বিশ্বকে চমকে দেওয়া সাজে নিজেকে তুলে ধরার ক্ষেত্রে এখনও সফল দীপিকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts