Entertainment

শাহরুখ, সলমনদের পিছনে ফেলে ১ নম্বরে দীপিকা

Published by
News Desk

২০১৮ সালে ভারতীয় সিনেমার সেরা তারকার খেতাব জিতে নিলেন দীপিকা পাড়ুকোন। সদ্য বিয়ের পর এর চেয়ে দুরন্ত উপহার আর কী হতে পারে! গ্লোবাল মুভি ওয়েবসাইট আইএমডিবি প্রতি বছরই ভারতীয় সিনেমার সেরা তারকার ১০ জনের তালিকা প্রকাশ করে। এবার সেই তালিকা প্রকাশ করতে দেখা যায় তালিকার শীর্ষে রয়েছেন রণবীর ঘরণী।

তাঁর পিছনে জায়গা হয়েছে শাহরুখ খানের। তৃতীয় আমির খান, চতুর্থ ঐশ্বর্য রাই বচ্চন। পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। সপ্তম স্থানে কুবরা সাইত। অষ্টম, নবম ও দশম স্থান দখল করেছেন যথাক্রমে ইরফান খান, রাধিকা আপ্টে ও অক্ষয় কুমার। দীপিকার স্বামী রণবীর সিংয়ের এই তালিকায় জায়গা হয়নি।

২০১৮ সালে দীপিকার সিনেমা বলতে একটাই পদ্মাবত মুক্তি পেয়েছে। আর তার জোরেই এই বিরল কৃতিত্ব অর্জন করলেন দীপিকা। তাও আবার কী! ৩ খান ও অক্ষয় কুমারের মত বলিউড তারকাদের পিছনে ফেলে! একি মুখের কথা! — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts