Sports

সামনের বছর বিয়ে করছেন অতনু-দীপিকা

Published by
News Desk

ভারতীয় তীরন্দাজি জগতে তাঁরা ২ উজ্জ্বল নক্ষত্র। বাংলার অতনু দাস ও ঝাড়খণ্ডের দীপিকা কুমারী। বাংলার অতনু এখন বিশ্ব ক্রমতালিকার ১৭ নম্বরে রয়েছেন। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন তীরন্দাজ দীপিকা রয়েছে বিশ্ব ক্রমতালিকার ৫ নম্বরে। এই ২ ভারতীয় ক্রীড়া নক্ষত্র বিয়ে করতে চলেছেন আগামী বছর। তবে তার আগে গত মঙ্গলবার সেরে ফেললেন তাঁদের বাগদান পর্ব। একে অপরকে আংটি পরিয়ে পরিবারের সকলকে সাক্ষী রেখে বিয়ের অঙ্গীকারে আবদ্ধ হলেন দুজনে। ঝাড়খণ্ডের রাতু-চাত্তি এলাকায় দীপিকার বাড়ি। সেখানেই পুজোর মধ্যে দিয়ে হয় আংটি বদল। হবু দম্পতিকে আশীর্বাদ করতে হাজির হয়েছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুণ্ডা ও তাঁর স্ত্রী মীরা মুণ্ডা।

ফাইল : দোলা বন্দ্যোপাধ্যায় ও রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অতনু দাস (বাঁ দিক থেকে দ্বিতীয় – নীল টিশার্ট) ও দীপিকা কুমারী (ডান দিক থেকে দ্বিতীয় – গোলাপি টিশার্ট), ছবি – আইএএনএস

২০১৯ সালে তাঁরা বিয়ের পিঁড়িতে বসছেন বলেও জানানো হয়েছে। তবে ইদানিং এই ২ তীরন্দাজ তারকারই পারফরমেন্স ভাল যাচ্ছে না। ইন্দোনেশিয়ায় হওয়া এশিয়ান গেমস থেকে শূন্য হাতেই ফিরেছেন অতনু।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts