Entertainment

ফ্যানরা এখনও দেবীর চরিত্রেই তাঁকে দেখতে চান, জানালেন দেবীনা ব্যানার্জী

Published by
News Desk

২০০৮ সালে টিভিতে ‘রামায়ণ’ সিরিজ হয়। সেই টিভি সিরিজে সীতার ভূমিকায় অভিনয় করেন দেবীনা ব্যানার্জী। আর রামের চরিত্রে অভিনয় করেন তাঁর স্বামী গুরমিত চৌধুরি। পরে সন্তোষী মা নামে একটি সিরিয়ালেও অভিনয় করেন দেবীনা। তাঁর দাবি আজও তাঁর ফ্যানেরা তাঁকে দেবীর চরিত্রেই দেখতে পছন্দ করেন। যদিও তিনি নিজে আরও নানা ধরনের অভিনয় করতে চান। অভিনয় করার পরিধি বাড়াতে চান। এমনই জানালেন কলকাতার মেয়ে দেবীনা।

মডেল তথা অভিনেত্রী দেবীনার দাবি টিভি-র দর্শকরা ওয়েব সিরিজের দর্শকদের মত নন। ওয়েব সিরিজের দর্শকরা অনেক বেশি সাহসী অভিনয় পছন্দ করেন। তা গ্রহণ করেন। কিন্তু টিভির দর্শকদের একটা রক্ষণশীল ব্যাপার আছে। তাঁরা বেশি সাহসী অভিনয় পছন্দ করেন না। দেবীনার বক্তব্য থেকে পরিস্কার যে কেন তাঁকে দেবীর চরিত্রেই সকলে দেখতে চান। তবে দেবীনা সেখানেই আটকে নেই। তিনি আরও নানা ধরনের অভিনয় করছেন।

পরবর্তী যে টিভি শোতে দেবীনাকে দেখা যেতে চলেছে তার নাম ‘বিষ : এ পয়জনাস স্টোরি’। এখানে তিনি এক বিষকন্যার চরিত্রে অভিনয় করছেন। এখনও পর্যন্ত অনেক টিভি সিরিয়াল, শোতে অংশ নিয়েছেন দেবীনা। সিনেমার পর্দাতেও তাঁকে দেখা গেছে। ১টি হিন্দি সিনেমা বাদে সবই অবশ্য দক্ষিণী সিনেমা। তবে আগামী দিনে নিজের অভিনয় প্রতিভাকে তুলে ধরতে কাজ করার জায়গা রয়েছে এমন চরিত্রে বেশি করে অভিনয় করতে চান দেবীনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk