National

দাউদ অসুস্থ? ভর্তি পাকিস্তানের হাসপাতালে?

Published by
News Desk

খবরের সত্যতা যাচাই না করা গেলেও কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম আপাতত হাসপাতালে ভর্তি বলেই বেশ কিছু সংবাদমাধ্যমে খবর। ভারতের মোস্ট ওয়ান্টেডের তালিকায় জায়গা পাওয়া ৬১ বছরের দাউদকে ভারতে নিয়ে আসার কম চেষ্টা চালাচ্ছে না ভারত সরকার। ভারতের দাবি দুবাই থেকে মুম্বইয়ের অন্ধকার জগত চালানো দাউদই সেই ব্যক্তি যে ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের নেপথ্যে ছিল। দুবাইয়ে বসেই ভারতে বেআইনি কারবার চালিয়ে যেত সে। পরে পাকিস্তান তাকে আশ্রয় দেয় বলেও দাবি করে ভারত। যদিও তা অস্বীকার করে পাকিস্তান। কিন্তু কিছু সংবাদমাধ্যমে দাবি যে হৃদরোগে আক্রান্ত হয়ে আপাতত করাচির একটি হাসপাতালে ভর্তি রয়েছে কুখ্যাত এই ডন। তার অবস্থাও ভাল নয়। যদিও সূত্রের খবর, তার ঘনিষ্ঠ বলে পরিচিত ছোটা শাকিল একথা অস্বীকার করেছে। জানিয়েছে দাউদ নাকি বহাল তবিয়তেই রয়েছে।

 

Share
Published by
News Desk