Sports

সাইরাইজার্সের অধিনায়কত্ব ছাড়লেন ওয়ার্নার

Published by
News Desk

সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ডেভিড ওয়ার্নার। বল বিকৃতির অভিযোগে শাস্তির খাঁড়া তাঁর মাথার ওপরও ঝুলছে। ইতিমধ্যেই তাঁদের দোষী সাব্যস্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শোনা গেছে বল বিকৃতির পরিকল্পনা নাকি তাঁরই মস্তিষ্ক প্রসূত ছিল। সেই ওয়ার্নার এদিন সরে দাঁড়ালেন সানরাইজার্সের অধিনায়কত্ব থেকে।

২০১৬ থেকে দুরন্ত অধিনায়কত্বের জোরে সানরাইজার্সকে আইপিএলের মঞ্চে এক শক্তিশালী দল হিসাবে তুলে এনেছেন ওয়ার্নার। এবার সাড়ে ১২ কোটি টাকায় তাঁকে ধরে রেখেছিল হায়দরাবাদ। এই অবস্থায় ওয়ার্নারের অধিনায়কত্ব ত্যাগ কিন্তু সানরাইজার্সকে সমস্যায় ফেলল। প্রসঙ্গত রাজস্থান রয়্যালসের অধিনায়ক পদ থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন স্টিভ স্মিথ।

Share
Published by
News Desk

Recent Posts