Sports

হিন্দি সিনেমার সুপারহিট গানে মেয়েকে নিয়ে নাচলেন ওয়ার্নার

ওয়ার্নার তাঁর মেয়েকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। তাতে দেখা গেছে তিনি নিজে একটি হাফ প্যান্ট ও গেঞ্জি পরে আছেন। আর তাঁর মেয়ে পরে আছে একটি ভারতীয় পোশাক।

Published by
News Desk

সারা বিশ্বের সঙ্গে করোনা মোকাবিলায় গৃহবন্দি ক্রিকেটাররাও। অনুশীলন বন্ধ। প্রতিযোগিতা বন্ধ। বাড়িতেই অফুরন্ত সময় কাটানো। তবে এই ফাঁকে পরিবারের সঙ্গে নিজের মত করে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন ক্রিকেট তারকারা। যে সময়টা তাঁদের হাতে স্বাভাবিক অবস্থায় থাকেনা। অন্তত পরিবারের জন্য থাকেনা। যেমন অজি তারকা ডেভিড ওয়ার্নার।

স্বাভাবিক অবস্থা থাকলে এখন আইপিএল চলত। আর তিনি ব্যস্ত থাকতেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে। কিন্তু লকডাউনে এখন অস্ট্রেলিয়ায় নিজের বাড়িতে বন্দি তিনি। কিন্তু সেখানে বসেও হিন্দি সিনেমার গানে মজলেন তিনি ও তাঁর মেয়ে।

ওয়ার্নার তাঁর মেয়েকে নিয়ে একটি টিকটক ভিডিও প্রকাশ করেছেন। তাতে দেখা গেছে তিনি নিজে একটি হাফ প্যান্ট ও গেঞ্জি পরে আছেন। আর তাঁর মেয়ে পরে আছে একটি ভারতীয় পোশাক। ২ জনেই নৃত্যরত হিন্দি সিনেমার সুপারহিট আইটেম নাম্বার শীলা কি জওয়ানি গানের সঙ্গে। পিছনে গানটি বাজছে। আর সেই গানের সঙ্গে তাল মিলিয়ে ২ জনে নিজের মত করে নেচে চলেছেন।

ইতিমধ্যেই ওয়ার্নারের এই টিকটক ভিডিও ভারতীয়দের মন কেড়েছে। কদিন আগেই ভারতের বাঁ হাতি ওপেনার শিখর ধাওয়ান ছেলে জোড়াবরকে নিয়ে ড্যাডি কুল গানের সঙ্গে নেচে নেট দুনিয়ায় হৈচৈ ফেলে দিয়েছিলেন। তার আগেও শিখর স্ত্রীর সঙ্গে একটি বলিউড গানের তালে নেচে সকলের নজর কাড়েন। এবার সুদূর অস্ট্রেলিয়া থেকে ভারতীয় গানের সঙ্গে নেচে হৈচৈ ফেললেন ডেভিড ওয়ার্নার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: David Warner

Recent Posts