Categories: National

ফের হেডলির বিস্ফোরক স্বীকারোক্তি

Published by
News Desk

ফের বিস্ফোরক স্বীকারোক্তি পাক-মার্কিন সন্ত্রাসবাদী ডেভিড হেডলির। প্রয়াত শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরেকে হত্যার ছক কষেছিল সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবা। এই কাজ সম্পূর্ণ করার জন্য একজনকে পাঠিয়েছিল তারা। কিন্তু বালাসাহেবকে হত্যা করার আগেই গ্রেফতার হয়ে যায় সে। ফলে সেই পরিকল্পনা তখনকার জন্য ভেস্তে গিয়েছিল।

বৃহস্পতিবার মুম্বইয়ের একটি আদালতে ভিডিও কনফারেন্সে হেডলি একথা স্বীকার করেছে। যদিও বালাসাহেব সম্পর্কে তার পরিস্কার কোনও ধারণা নেই বলেই দাবি করেছে মুম্বই হামলার অন্যতম চক্রী। তবে সে মুম্বইতে থাকাকালীন ‍২ বার শিবসেনা ভবনে গিয়েছিল বলে স্বীকার করেছে হেডলি।

Share
Published by
News Desk

Recent Posts