State

নতুন সুযোগ, দ্বিগুণ হয়ে গেল দার্জিলিং বেড়াতে যাওয়ার আনন্দ

দার্জিলিং বেড়াতে যেতে কার না ভাল লাগে। সেই দার্জিলিং যাওয়ার আনন্দ এবার দ্বিগুণ হয়ে গেল একটি নতুন সুযোগের হাত ধরে।

Published by
News Desk

পশ্চিমবঙ্গে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার জন্য পাহাড়ের রানি দার্জিলিং-এর তুলনা হয়না। হিমালয়ের অপার সৌন্দর্যের ডালি সাজিয়ে দার্জিলিং অপেক্ষায় থাকে পর্যটকদের। শুধু দেশ নয়, বিদেশ থেকেও বহু পর্যটক ভিড় জমান এখানে।

আর দার্জিলিং বললে যে নামটা প্রথমেই মনে আসে সেটা হল টয় ট্রেন। দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত এই পাহাড়ি রেলপথ চিরদিন মানুষকে চুম্বকের মত টেনেছে।

পাহাড়ের গা বেয়ে সর্পিল ছন্দে বাতাসিয়া লুপ হয়ে ধীর গতিতে পর্যটকদের নিয়ে উপরে উঠতে থাকা এই ট্রেনপথ বিশ্ব হেরিটেজের অংশ। যা পরিচালনার দায়িত্বে আছে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। তারাই এবার নতুন এক উদ্যোগ নিল।

পর্যটকদের টয় ট্রেন ভ্রমণের সুযোগ আরও বাড়াতে তারা আরও ৪টি নতুন টয় ট্রেন চালু করল। ডিজেলে চলা এই টয় ট্রেন ঘুম পর্যন্ত যাবে। এতে টয় ট্রেনে চড়ার জন্য পর্যটকদের চাপও সামাল দেওয়া সহজ হবে।

অন্যদিকে পর্যটকরাও সহজেই টয় ট্রেনে চড়ে বেড়াতে পারবেন। আপাতত এই পরিষেবা ২১ অক্টোবর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই সময়কালের মধ্যে ৪টি নতুন টয় ট্রেন ছুটবে।

মূলত উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলির ট্রেন পরিষেবার দায়িত্বে থাকা নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে কেবল যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করাই নয়, সেই সঙ্গে এখানকার অপার সৌন্দর্যকে পর্যটন প্রসারে কাজে লাগাতে একের পর এক বিশেষ উদ্যোগ নিচ্ছে। পর্যটকদের আকর্ষিত করতে নতুন পর্যটনবন্ধু ট্রেন পরিষেবাও শুরু করে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk