Feature

বিশ্বের একমাত্র নদী যা ১০টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, নামটা সকলের জানা

বিশ্বে একটিমাত্র নদী রয়েছে যা ১০টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীর ধারেই জন্ম নিয়েছে ৪টি রাজধানী শহর।

বিশ্বজুড়ে নদীর সংখ্যা অগুন্তি। তারমধ্যে বেশ কয়েকটি নদীর নাম আবার সর্বজনবিদিত। প্রত্যেকেই কমবেশি সেসব নদীর নাম শুনেছেন। ভারতের গঙ্গা, যমুনা, নর্মদা, গোদাবরীর মত নানা নদীর নাম যেমন সকলের জানা, তেমনই বিশ্বের নানা প্রান্তে এমন কয়েকটি নদী রয়েছে যার নাম সকলে জানেন।

তবে বিশ্বে এমন একটিইমাত্র নদী আছে যা ১০টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। যার জলকে ভরসা করে তৈরি হয়েছে অনেক শহর, গ্রাম। যার মধ্যে আবার ৪টি দেশের রাজধানী শহর গড়ে উঠেছে এর ধারে।

ইউরোপের ১০টি দেশ জার্মানি, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, মলডোভা এবং ইউক্রেন-এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট এবং সার্বিয়ার রাজধানী বেলগ্রেড গড়ে উঠেছে এই নদীকে ভরসা করে।

এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী হলেও এটি সবচেয়ে বেশি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে সীমান্ত পারের নিরিখে সে বিশ্বে সবার উপরে।

নদীটির নাম দানিউব। জার্মানির ব্ল্যাক ফরেস্ট থেকে যাত্রা শুরু করে দানিউব নদীটি ১০টি দেশ পার করে ব্ল্যাক সি বা কৃষ্ণসাগরে গিয়ে মিশেছে। ২ হাজার ৮৫০ কিলোমিটার পথ প্রবাহিত হয়েছে এই নদী।

ইউরোপের সবচেয়ে বড় নদী ভল্গা। তবে দানিউবের মত সেটি এত দেশের ওপর দিয়ে বয়ে যায়নি। যাতায়াত ও বাণিজ্যের জন্যও দানিউব নদীর নাম বহু প্রাচীন সময় থেকে উচ্চারিত হয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *