Sports

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সহখেলোয়াড়ের দেহে করোনা ভাইরাস

Published by
News Desk

ক্রীড়াক্ষেত্রে স্বনামধন্য কারও শরীরে এখনও করোনার সংক্রমণের খবর ছিলনা। এবার হল। ইতালির বিখ্যাত ক্লাব জুভেন্তাস-এর অন্যতম ডিফেন্ডার ড্যানিয়েল রুগানি-র শরীরে কোভিড-১৯-এর খোঁজ মিলেছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব জুভেন্তাস এরপরই করোনা সংক্রমণ রুখতে যাবতীয় বন্দোবস্ত গ্রহণ করেছে। রুগানির সংস্পর্শে আসা খেলোয়াড় ও ক্লাবের অন্যদের চিহ্নিত করে তাঁদের পরীক্ষার বন্দোবস্ত করেছে। জুভেন্তাসের খেলোয়াড়ের দেহে করোনা পাওয়ার পর ইন্টার মিলানও তাদের যাবতীয় খেলা স্থগিত রেখেছে।

রুগানিকে ইতিমধ্যেই আলাদা করে রাখা হয়েছে। সোশ্যাল সাইটে রুগানি জানিয়েছেন তিনি ভাল আছেন। সব চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান তিনি। সেইসঙ্গে জানান এই ভাইরাস ছড়ানো রুখতে যা যা করা দরকার তা সকলের করা উচিত। অন্তত তাঁদের কাছের মানুষ বা ভালবাসার মানুষদের সুস্থ রাখতেও সকলের করোনা রোখার যাবতীয় নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন জুভেন্তাস ডিফেন্ডার।

করোনা ভাইরাস সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। এরমধ্যই মার্চে বিশ্বকাপে সুযোগ পাওয়ার জন্য নির্ণায়ক ম্যাচ হওয়ার কথা। ফিফা এই আয়োজন করে থাকে। কিন্তু যেভাবে করোনা ছড়াচ্ছে এই অবস্থার কথা মাথায় রেখে লাতিন আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশন কনমেবল ফিফার কাছে একটি চিঠি পাঠিয়ে অনুরোধ করেছে যে আপাতত যেন এই নির্ণায়ক ম্যাচ বন্ধ রাখা হয়। ফিফা এখনও কিছু জানায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts