Categories: World

দলাই লামা অরুণাচলে এলে সম্পর্কের অবনতি হবে, হুঁশিয়ারি চিনের

Published by
News Desk

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডুর নিমন্ত্রণে আগামী বছরের শুরুতে অরুণাচল সফরে আসার কথা তিব্বতি ধর্মগুরু দলাই লামার। এই সফর নিয়ে কেন্দ্রের যে কোনও আপত্তি নেই তা তাদের তরফে ইতিমধ্যেই পরিস্কার করে দেওয়া হয়েছে। কেন্দ্রের সবুজ সংকেতের পর দলাই লামার অরুণাচল সফর কার্যত নিশ্চিত বলেই মনে করছেন সকলে। কিন্তু এতে বাধ সেধেছে চিন। নতুন কিছু নয়। দলাই লামার বিদেশ সফর সুনিশ্চিত হলেই চিনের রক্তচক্ষুর মুখে পড়তে হয় সংশ্লিষ্ট দেশকে। অরুণাচল সফর নিয়েও চিন আগেভাগেই হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছে। চিনের বিদেশমন্ত্রকের তরফে ভারতকে হুঁশিয়ার করে জানান হয়েছে অরুণাচল প্রদেশের বড় অংশ নিয়ে চিন-ভারত বিবাদ আছে। ওটা বিতর্কিত জমি। সেখানে দলাই লামাকে নিয়ে গেলে ভারতের সঙ্গে চিনের সম্পর্কের অবনতি হবে। প্রসঙ্গত পাকিস্তান ইস্যুতে বেজিং পাক সরকারের পাশে থাকার ইঙ্গিত দেওয়ায় ইতিমধ্যেই ভারতে চিনা দ্রব্য বর্জনের ডাক দেওয়া হয়েছে।

 

Share
Published by
News Desk
Tags: Dalai Lama

Recent Posts