National

আরও ২০ বছরের বেশি বাঁচবেন, আশ্বস্ত করলেন দলাই লামা

তিনি আরও অন্তত ২০ বছর বাঁচবেন। তাঁর ভক্তদের আশ্বস্ত করলেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা।

Published by
News Desk

ধরমশালা : তিনি সুস্থ আছেন। ভাল আছেন। আরও ২০ বছরের ওপর তিনি বাঁচবেন। ভক্তদের তো বটেই, এমনকি তিব্বতিদেরও আশ্বস্ত করলেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা। আগামী মাসে দলাই লামা ৮৫ বছরে পা দিচ্ছেন। তিনি আপাতত ভারতেই রয়েছেন। তিনি তাঁর ভক্তদের এদিন বেশ কিছু কাজও দিয়েছেন।

দলাই লামা জানিয়েছেন, তিব্বতি গুম্ফাতে বোধিচিত্ত উৎসব পালন করতে। বুদ্ধদেবের শিক্ষাকে পৌঁছে দিতেই এই উৎসব। তিনি বুদ্ধদেবের নির্দেশিত পথকে আরও একবার সকলের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন। দলাই লামাকে ভারতে রাখা নিয়ে অবশ্য চিনের আপত্তি বরাবরের।

মার্কিন মুলুকে দলাই লামার যাওয়াকে কেন্দ্র করেও চিনের সঙ্গে আমেরিকার একসময়ে সম্পর্ক তলানিতে ঠেকে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সম্পর্ক শীতল হয় চিনের। সরাসরি মার্কিন মুলুককে হুঁশিয়ারিও দেয় চিন। ভারতকেও দলাই লামাকে রাখা নিয়ে বিস্তর অভিযোগ চিন জানিয়ে এসেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk