National

চিন্তা নেই, ১১০ বছর বাঁচবেন তিনি, ভক্তদের আশ্বস্ত করলেন দলাই লামা

Published by
News Desk

তাঁর এখন বয়স ৮৪ বছর। গত এপ্রিলে বুকে সংক্রমণ নিয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তিও হন তিনি। ফলে তিব্বতি ধর্মগুরু দলাই লামার স্বাস্থ্য নিয়ে তাঁর ভক্তদের মধ্যে আশঙ্কার মেঘ জমা হচ্ছিল। অবশেষে সেই মেঘ নিজেই সরিয়ে দিলেন দলাই লামা। ভক্তদের আশ্বস্ত করে তিনি জানালেন কোনও চিন্তা নেই। তিনি ১১০ বছর সুস্থভাবে বেঁচে থাকবেন।

গত ১৮ অগাস্ট দলাই লামা ভন গারি গুম্ফা-তে বক্তব্য রাখার সময় একটি স্বপ্নের কথা জানান। স্বপ্নে তিনি দেখেছেন তাঁরই কাঁধে চড়ে চলেছেন গৌরবের দেবী তথা তিব্বতের রক্ষক দেবী পাডেন লামো। আর তিনি দলাই লামাকে আশ্বস্ত করছেন যে তিনি ১১০ বছর বাঁচবেন। দেবীর এই আশ্বাস থেকেই যে তিনি ১১০ বছর বাঁচবেন বলে নিশ্চিত সেকথা ভক্তদের জানান দলাই লামা।

শুধু তিব্বত বলেই নয়, সারা বিশ্বেই দলাই লামার হাজার হাজার ভক্ত ছড়িয়ে আছেন। তাঁরা শেষ কয়েক মাস যথেষ্ট উদ্বেগে কাটিয়েছেন। দলাই লামার স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিলেন তাঁরা। অবশেষে দলাই লামার আশ্বাসে তাঁরা অনেকটা হয়তো স্বস্তি পেলেন। দলাই লামার বক্তব্যের ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতেও হুহু করে ছড়িয়ে পড়ে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Dalai Lama

Recent Posts