State

বিভিন্ন জেলায় শুরু ঝোড়ো হাওয়া, বৃষ্টি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ। তার প্রভাবে বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে উপকূলীয় জেলাগুলিতে ঝোড়ো হাওয়া দাপট বাড়াচ্ছে। কলকাতাতেও বৃষ্টি শুরু হয়েছে।

Published by
News Desk

সাগর থেকে দিঘা, রাজ্যের উপকূল জুড়ে কিন্তু সোমবার বেলা বাড়ার পর থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। দমকে দমকে বৃষ্টি আসছে। ভালই বৃষ্টি হচ্ছে।

রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট। যা ক্রমশ বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিন দিঘা হোক বা শঙ্করপুর, বকখালি হোক বা সাগর, বেলা থেকেই আকাশ কালো করা শুরু হয়ে যায়। শুরু হয় বৃষ্টিও।

উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকলেও ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের আরও কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে। দফায় দফায় বৃষ্টি আসছে।

আকাশের মুখ ভার। সঙ্গে রয়েছে হাওয়ার দমকা ধাক্কা। কলকাতাতেও এদিন দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে। মাঝেমধ্যেই বৃষ্টি আসছে।

আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবার এই ঝোড়ো হাওয়ার দাপট ও বৃষ্টি আরও বাড়বে। আর তা বাড়তেই থাকবে যতক্ষণ না যশ স্থলভাগে আছড়ে পড়ে তার তাণ্ডব চালায়।

আবহাওয়া দফতর যশ আছড়ে পড়ার সময় আগে জানিয়েছিল বুধবার সন্ধে নাগাদ। কিন্তু তা বদলে এখন ঝড়টি বুধবার দুপুরের মধ্যেই স্থলভাগে আছড়ে পড়বে বলে মনে করছেন আবহবিদেরা।

মুখ্যমন্ত্রী এদিন জানান, আম্ফানের চেয়েও শক্তিশালী হতে পারে যশের তাণ্ডব।

Share
Published by
News Desk