ফাইল : ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব, ছবি - আইএএনএস
২০ মে। এই দিনটাতেই গত বছর এই রাজ্যের বুকে আছড়ে পড়েছিল অতিশক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান। সেই স্মৃতি এখনও তাজা।
একবছর পর ফের সেই মে মাসের শেষের দিক। ফের বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে আর এক ঘূর্ণিঝড় যশ। আপাতত সেটি উত্তর আন্দামান সাগরে অবস্থান করছে।
আগামী শনিবারের মধ্যে ঘূর্ণিঝড়টি একটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর থেকে ৭২ ঘণ্টায় সেটি তার শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। ৭২ ঘণ্টায় সেটি এগোতে শুরু করবে উত্তর পশ্চিম দিকে।
আবহবিদেরা মনে করছেন যশ পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে পৌঁছে যেতে পারে ২৬ মে সকালে। তবে তা পৌঁছনোর আগেই সমুদ্র উত্তাল হবে। বৃষ্টিও শুরু হবে তার আগের দিন থেকে।
এ রাজ্যের উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হবে ২৫ মে থেকেই। ২৪ মে থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
পরিস্থিতি ঘোরাল হলে তার মোকাবিলায় তৈরি রয়েছে উপকূলরক্ষী বাহিনী। পরিস্থিতির দিকে তারা নজর রাখছে।
এদিকে রাজ্য প্রশাসনের তরফেও যশ মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। জেলাশাসকদের প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছে রাজ্যসরকার।