ঘূর্ণিঝড় যশের প্রভাবে প্লাবিত এলাকায় উদ্ধারকাজে সেনা, ছবি - আইএএনএস
অনেকটাই শক্তি হারিয়ে ফেলেছে ঘূর্ণিঝড় যশ। গত বুধবার সকাল সওয়া ৯টায় তা স্থলভাগে প্রবেশ শুরু করে। তারপর কেটে গেছে ২৪ ঘণ্টা।
এতটা সময় স্থলভাগে কাটানোর পর ঘূর্ণিঝড় তার শক্তি অনেকটাই হারায়। ফলে সেটাই হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার সকালে যশ দক্ষিণ ঝাড়খণ্ডে অবস্থান করছিল। ক্রমে তা উত্তর দিকে এগোচ্ছে। আর যত এগোবে ততই তা আরও শক্তি হারাবে।
বৃহস্পতিবার সকালে যশ আর ঘূর্ণিঝড় নয়, একটি গভীর নিম্নচাপের চেহারা নিয়েছে। ফলে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি হচ্ছে।
এর জেরে শুধু ঝাড়খণ্ড বলেই নয়, ওড়িশার একটা অংশ, বিহারের একটা অংশেও বৃষ্টি হচ্ছে। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বৃষ্টির চলছে। এমনকি এদিন রাতভর এবং সকালে কলকাতা সহ আশপাশের এলাকাতেও দফায় দফায় বৃষ্টি হয়।
যশ-এর জেরে এ রাজ্যের ২ জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকা জলের তলায় চলে গেছে। শহর থেকে গ্রাম কিছুই রেহাই পায়নি সমুদ্রের জলোচ্ছ্বাস থেকে।
নোনা জল স্থলভাগের অনেক ভিতর পর্যন্ত ঢুকে এসেছে। বহু মানুষ ঘর ছেড়ে এখনও ত্রাণ শিবিরেই আশ্রয় নিয়ে আছেন। জল না নামা পর্যন্ত ঘরে ফেরার উপায় নেই। তাঁদের এও জানা নেই যে তাঁদের ঘরদোর কি পরিস্থিতিতে রয়েছে।
তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…
তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…
২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…