State

রাজ্যের ২ জেলায় তাণ্ডব চালাবে যশ, প্রভাব অন্য জেলাতেও

যশ ওড়িশা উপকূলে আছড়ে পড়বে বুধবার। তবে পশ্চিমবঙ্গের ২টি জেলায় তার প্রবল প্রভাব পড়তে চলেছে। সেজন্য সবদিক থেকে তৈরি প্রশাসন, সেনা।

পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে নয়, যশ স্থলভাগে আছড়ে পড়বে ওড়িশা উপকূল দিয়ে। গত সোমবারই তা পরিস্কার করে দিয়েছিল আবহাওয়া দফতর। এদিন তারা এও জানায় সামান্য সরেছে স্থলভাগে প্রবেশের স্থান।

বালাসোর ও ধামরার ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে এই অতিশক্তিশালী ঘূর্ণিঝড়। অভিমুখ উত্তর পশ্চিম দিকে থাকলেও যশ-এর প্রবল প্রভাব পড়তে চলেছে এ রাজ্যের ২ জেলায়।


ওড়িশা লাগোয়া পূর্ব মেদিনীপুর ও উপকূলীয় দক্ষিণ ২৪ পরগনা জেলায় যশ তাণ্ডব চালাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই ২ জেলায় ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার থেকে ১২০ কিলোমিটার।

এমনকি কোনও সময় তা ১৪৫ কিলোমিটার গতিতেও বইতে পারে। ফলে তাণ্ডব অনুমেয়। সেজন্য সেনা, এনডিআরএফ, রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল, প্রশাসন সবদিক থেকে তৈরি।


ইতিমধ্যেই ৯ লক্ষের ওপর মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। করোনার কারণে ত্রাণ শিবিরগুলিতে যত মানুষকে রাখা সম্ভব তার চেয়ে কম মানুষকে রাখতে বাধ্য হচ্ছে প্রশাসন।

বুধবার পূর্ণিমাও। ভরা কোটাল বিপর্যয় আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে। একেই যশ-এর জেরে সমুদ্র উত্তাল, তার ওপর ভরা কোটালে জল আরও ২ থেকে ৪ মিটার পর্যন্ত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এই জোড়া প্রভাব উপকূলীয় এলাকার জন্য গভীর চিন্তার ও উদ্বেগের। ইতিমধ্যেই রাজ্যের উপকূলীয় এলাকায় উত্তাল সমুদ্রের জল কিছু কিছু জায়গায় ঢুকে এসেছে।

Show Full Article
Back to top button