National

মুখ ঘুরিয়ে ফিরে আসতে পারে ঘূর্ণিঝড় ‘বায়ু’

Published by
News Desk

আরব সাগরে তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বায়ু’ ধেয়ে আসছিল গুজরাট উপকূলের দিকে। বৃহস্পতিবার ভোরে তা আছড়ে পড়ার কথা ছিল স্থলভাগে। কিন্তু শেষ মুহুর্তে মুখ ঘুরিয়ে তা গুজরাট উপকূল হয়ে আরও পশ্চিমে সরে যায়। ফলে গুজরাটে তার ঝাপটা এলেও স্থলভাগে প্রবেশের ঘটনা ঘটেনি। গুজরাটের মুখ্যমন্ত্রী পর্যন্ত তারপর জানিয়ে দেন বায়ু থেকে আর বড় ধরণের আশঙ্কা নেই। কিন্তু প্রকৃতির খেলা বোধহয় একটু অন্য পথে হাঁটে।

বায়ু পশ্চিমে সরে গিয়েও ফের তা মুখ ঘোরাচ্ছে বলে মনে করছেন আবহবিদেরা। তার গতি প্রকৃতি তেমনই ইঙ্গিত দিচ্ছে। ফলে তা ফের ফিরে আসতে পারে গুজরাট উপকূলের দিকে। ১৭ জুন তা গুজরাটের কচ্ছ উপকূলে আছড়েও পড়তে পারে। এমন আশঙ্কাও রয়েছে। ফলে গুজরাট এখনও যে বায়ু থেকে রেহাই পেয়েছে একথা বলার সময় আসেনি।

বায়ু আসছে বলে আগেই ৩ লক্ষের ওপর মানুষকে গুজরাট উপকূল থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যায় প্রশাসন। তারপরও বায়ু আছাড় না মারায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন সকলে। কিন্তু বায়ু ফের ফিরতে পারে এমন খবরে তাঁদের আবার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। নতুন করে আবার বায়ু মোকাবিলায় তৈরি হতে শুরু করেছে গুজরাট প্রশাসন। তবে আশার কথা একটাই কচ্ছে যদি বায়ু আছড়েও পড়ে তবে তা তখন অনেকটাই শক্তিক্ষয় করবে। ফলে তা গভীর নিম্নচাপ ও ঝোড়ো হাওয়া হয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk