National

আরও শক্তিশালী ঘূর্ণিঝড় তাউতে, উপকূলে শুরু তাণ্ডব

অতিশক্তিশালী ঘূর্ণিঝড় তাউতে তার ক্ষমতা বাড়িয়েই চলেছে। ইতিমধ্যেই তার প্রভাব পড়েছে উপকূলীয় ২ রাজ্যে। ভেঙেছে বাড়ি, উপড়ে গেছে গাছ।

Published by
News Desk

গত বছর ধেয়ে আসছিল আম্ফান। আর একদম ঠিক সেই সময়েই এবার ধেয়ে আসছে তাউতে। নামটা তাউকতাই বলে মনে হলেও আসলে এর উচ্চারণ তাউতে। সেই তাউতে এবার ধেয়ে আসছে তার দানব চেহারা নিয়ে।

রবিবার ভোরে ঘূর্ণিঝড়টি পূর্ব মধ্য আরবসাগরে অবস্থান করছিল। মৌসম ভবন জানাচ্ছে যা পরিস্থিতি তাতে তাউতে আগামী ১৭ মে বিকেলে গুজরাটের পোরবন্দর ও মাহুবা-র মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে।

স্থলভাগে প্রবেশ এখনও করেনি তাউতে। সাগরের ওপরই শক্তি বাড়াচ্ছে সে। চোখ রাঙাচ্ছে আছড়ে পড়ার জন্য। আর সেই চোখ রাঙানিতেই শুরু হয়েছে তছনছ।

ইতিমধ্যেই তাউতে-র প্রভাব পড়েছে কেরালা ও কর্ণাটক উপকূলে। কেরালায় অনেকগুলি বাড়ি ভেঙে পড়েছে। উপড়ে গেছে গাছ। উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে।

একই ছবি কর্ণাটকে। সেখানেও উপকূল জুড়ে তাণ্ডব শুরু হয়েছে। সমুদ্র ভয়ংকর চেহারা নিয়েছে। বাড়িঘর ভাঙার পাশাপাশি ঝড়ের তাণ্ডবের জেরে মৃত্যুর খবরও মিলেছে।

গোয়াও বাদ যায়নি। সেখানেও প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে। সমুদ্র উপকূলে ঝড়ের দাপট বাড়ছে। হচ্ছে বৃষ্টিও। মানুষজনকে উপকূলীয় এলাকা থেকে যুদ্ধকালীন তৎপরতায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

তবে এখন যা দেখা যাচ্ছে তার চেয়েও পরিস্থিতি খারাপ হবে ১৭ ও ১৮ মে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk