National

বিকেলেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় নিসর্গ, তৈরি প্রশাসন

বুধবার বিকেলেই স্থলভাগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় নিসর্গ। তেমনই জানাল আবহাওয়া দফতর।

Published by
News Desk

মুম্বই : জমাট বাঁধা শুরু হয়েছিল কয়েকদিন আগেই। তারপর ধাপে ধাপে নিম্নচাপ, গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে স্থলভাগের দিকে এগোতে থাকে নিসর্গ। আবহাওয়া দফতর জানিয়েছে বুধবার বিকেলেই আছড়ে পড়বে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। নিসর্গ হরিহরেশ্বর ও তার আশপাশের এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করার কথা। যার জেরে কোঙ্কণ উপকূল জুড়ে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে।

গুজরাট ও মহারাষ্ট্রে নিসর্গের জেরে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মুম্বই সহ উপকূলীয় এলাকায় গত মঙ্গলবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। করোনা নিয়ে জেরবার দেশের অন্যতম ২ রাজ্য মহারাষ্ট্র ও গুজরাটে এই প্রাকৃতিক বিপর্যয় নতুন চিন্তার কারণ হয়েছে। ইতিমধ্যেই মুম্বই জুড়ে পুলিশ প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। সমুদ্রের ধারেকাছে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছেনা।

মুম্বই, থানে, রায়গড়, পালঘর, নাসিক, ধুলে ও নানদুরবার-এর জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। রত্নগিরি ও সিন্ধুদূর্গ জেলার জন্যও রয়েছে সমান সতর্কতা। বুধবার ঝড়ের কথা মাথায় রেখে মুম্বই বিমানবন্দর থেকে ৫০টির বদলে মাত্র ১২টি উড়ানের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে মুম্বইয়ের আশপাশে সমুদ্রের ধারে থাকা ২ হাজার পরিবারকে দ্রুত বাড়ি ছেড়ে সুরক্ষিত জায়গায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk