National

ঘূর্ণিঝড় মোকা কোথায় আছড়ে পড়বে, ইঙ্গিত দিল আবহাওয়া দফতর

অতি শক্তিশালী নিম্নচাপ থেকে মোকা তৈরি হয়ে তা কোন দিকে কীভাবে যেতে পারে তার একটা ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। কোথায় আছড়ে পড়তে পারে তারও ইঙ্গিত মিলল।

Published by
News Desk

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াতে বাড়াতে অবশেষে শক্তিশালী নিম্নচাপ থেকে তৈরি ঘূর্ণিঝড় মোকা বৃহস্পতিবার থেকে তার পথচলা শুরু করে দেবে। তারপর তা ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে।

তবে শুক্রবার মোকা তার গতিপথ বদলে ফেলতে পারে। মুখ ঘুরিয়ে তা এরপর রওনা দিতে পারে উত্তর ও উত্তর পূর্ব দিকে। মধ্য বঙ্গোপসাগর হয়ে ওই পথে অগ্রসর হয়ে তা অবশেষে বাংলাদেশ ও মায়ানমার দিয়ে স্থলভাগে প্রবেশ করবে।

সেখানে ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সঙ্গে থাকবে বৃষ্টি। ফলে এ যাত্রায় মে মাসের বঙ্গোপসাগরীয় শক্তিশালী ঝড় থেকে পশ্চিমবঙ্গ বা ওড়িশা রেহাই পেয়ে গেল বলেই মনে করা হচ্ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের মানুষকে স্বস্তি দিতে পেরেছে। এদিকে বাংলাদেশে যেহেতু প্রভাব ফেলতে পারে মোকা তাই তার কোনও প্রভাব পশ্চিমবঙ্গের বাংলাদেশ লাগোয়া অঞ্চলে পড়বে কিনা তা পরিস্কার নয়।

দক্ষিণবঙ্গে প্রবল ভ্যাপসা গরম কিন্তু রয়েছে। তবে বুধবার বিকেল থেকে আকাশে মেঘের সঞ্চার দেখা গেছে। এমনিতেই শুক্রবার থেকে রাজ্যের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। এদিকে যে প্রবল গরম সপ্তাহের শুরুতে মানুষকে নাজেহাল করেছে তা সপ্তাহের শেষে আর থাকবে না বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

Share
Published by
News Desk