World

আইদাই-এর তাণ্ডব, মৃত ২৪

Published by
News Desk

প্রবল গতিতে বইছে ঝড়। তারসঙ্গে বৃষ্টি। প্রবল ঝড়ে খড়কুটোর মত উড়ে যাচ্ছে বাড়ির চাল, বাতিস্তম্ভ, গাছ এবং আরও কত কি! ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি প্রায় সব নদীতেই বান ডাকে। নদীর জল দুকুল ছাপিয়ে বইতে থাকে। অনেক জায়গা নদীর জলে ভেসে যায়। তারসঙ্গে পাহাড়ি এলাকায় নামে কাদা ধস। সব মিলিয়ে এমন ভয়ংকর পরিস্থিতির মুখে অনেকদিন পড়েনি জিম্বাবোয়ে। তাও এমন একটা সাইক্লোনে যা ইতিমধ্যে ২টো ভূখণ্ডকে তছনছ করে হাজির হয়েছে জিম্বাবোয়েতে।

সাইক্লোন আইদাই-এর তাণ্ডবে ইতিমধ্যেই জিম্বাবোয়েতে প্রাণ হারিয়েছেন ২৪ জন। যারমধ্যে ২ শিশু রয়েছে। এখনও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। কারণ যা জিম্বাবোয়ের চিমানিমানি জেলার এমন অবস্থা যে কার্যত তা ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। ফলে সেখানে যে ধ্বংসস্তূপের নিচে আরও দেহ পড়ে নেই তা হলফ করে বলতে পারছেন না কেউই। প্রসঙ্গত এই জেলার অবস্থাই সবচেয়ে ভয়াবহ। ইতিমধ্যে সেনা উদ্ধারকাজে নেমে পড়েছে।

মালায়ি ও মোজাম্বিক এই ২ জায়গায় আছড়ে পড়ে সেখানে সাকুল্যে ১২২টি প্রাণ কেড়ে চারিদিকে ধ্বংসলীলা চালিয়ে তারপর আইদাই কিছুটা দুর্বল হয়েই হাজির হয়েছে জিম্বাবোয়েতে। কিন্তু সেখানে যেভাবে ধ্বংসলীলা দেখা গেছে তা দেখে বোঝা মুশকিল যে আদৌ আইদাই দুর্বল হয়েছে কিনা। গত শুক্রবার সন্ধের পর জিম্বাবোয়ের ওপর দিয়ে বয়ে যায় এই ভয়ংকর ঝড়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts