National

স্থলভাগে প্রবেশের পর কি পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসবে দানা, চিন্তা কি রয়ে গেল

ঘূর্ণিঝড় দানা ওড়িশার ধামরার কাছে স্থলভাগে প্রবেশ করছে। এরপর কি তা মুখ ঘুরিয়ে পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসবে। স্পষ্ট করল আবহাওয়া দফতর।

Published by
News Desk

এটা আবহাওয়া দফতরের কাছে পরিস্কার যে ঘূর্ণিঝড় দানা ওড়িশার ভদ্রক জেলার ধামরার কাছে স্থলভাগে প্রবেশ করছে। এই ল্যান্ডফলের প্রভাব ধামরাতেও যেমন পড়বে তেমনই পড়বে কেন্দ্রপাড়া জেলার ভিতরকণিকাতেও।

সমুদ্রের ওপর থেকে সেটি যখন স্থলভাগে প্রবেশ করবে বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরের মধ্যে তখন তার মুখ থাকবে উত্তর পশ্চিম অভিমুখে। স্থলভাগে প্রবেশের সময় সে যা তছনছ করার তা করবে।

স্থলভাগে প্রবেশের সময় পশ্চিমবঙ্গ উপকূলে প্রভাব ফেললেও যদি স্থলভাগে প্রবেশের পর দানা পশ্চিমবঙ্গের দিকে মুখ ঘোরায় তাহলে ঝড়ের ঝাপটা প্রবল না হলেও অতি প্রবল বৃষ্টিপাত সহ্য করতে হবে এ রাজ্যকে। প্রশ্ন হল কোন দিকে এরপর মুখ ঘোরাবে এই ঘূর্ণিঝড়।

যার উত্তর দিয়েছেন ওড়িশার আবহাওয়া দফতরের ডিরেক্টর মনোরমা মোহান্তি। তিনি জানাচ্ছেন, দানা স্থলভাগে প্রবেশের পর বেশ কিছুটা মুখ ঘোরাবে। তারপর পশ্চিম দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকবে।

এর জেরে দক্ষিণ ওড়িশার জেলাগুলিতে ২৬ অক্টোবর পর্যন্ত অতি প্রবল বৃষ্টিপাত হবে। তার মানে পশ্চিমবঙ্গের দিকে নয় বরং উল্টোদিকে যাবে দানা।

যেহেতু দক্ষিণ ওড়িশা ভাসাতে চলেছে এই ঝড়ের হাত ধরে বয়ে আসা প্রচুর মেঘরাশি, তাই তার প্রভাব শুধু দক্ষিণ ওড়িশাই নয়, উত্তর অন্ধ্রপ্রদেশেও পড়বে বলে অনুমান আবহবিদদের।

স্থলভাগে প্রবেশের পর ঝড়ের গতি দ্রুত কমতে থাকবে ঠিকই। তা আস্তে আস্তে ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপের চেহারা নেবে। তবে বৃষ্টি হবে প্রচুর। তাই সবদিক থেকে তৈরি রয়েছে ওড়িশা প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk