National

মাত্র ১ দিনে এত বৃষ্টি গত ১০৫ বছরে দেখেনি এই শহর

এ শহরে এত বৃষ্টি একদিনে ১০৫ বছরে কেউ দেখেননি। যাঁরা শহরের বাসিন্দা তাঁরা এমন বৃষ্টির কথা শুনেছিলেন, নিজে চোখে দেখেননি। এবার দেখলেন।

Published by
News Desk

যাঁরা শহরের বাসিন্দা তাঁরা এ দৃশ্য কখনও দেখেননি। অনেক বয়স্ক মানুষও রয়েছেন শহরে। যাঁরা আশি নব্বই বছর এই শহরে কাটিয়ে দিয়েছেন, তাঁরাও এমন বৃষ্টি চোখে দেখেননি।

তবে কিছু মানুষ শুনেছিলেন এমন এক বৃষ্টির কথা। কারণ এ শহরে এমন এক বৃষ্টি হয়েছিল সেই ১৯১৭ সালে। সেদিনও ১ দিনে এমনভাবেই ভেসে গিয়েছিল শহরটা।

কিন্তু হিসাব বলছে সেবারও এত বৃষ্টি ১ দিনে হয়নি যা এবার হল। ১৯ জুন এ শহরে ১৩১.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা ১৯১৭ সালের চেয়ে বেশি। ১৯১৭ সালের ১৭ জুন রেকর্ড গড়া বৃষ্টি হয়েছিল। সেদিন জল পড়েছিল ১১৯.৪ মিলিমিটার।

শহরটা আজমের। রাজস্থানের এই বিখ্যাত শহর এখন রাজস্থানের অনেক শহরের মতই বানভাসি। গুজরাট দিয়ে প্রবেশ করা অতিশক্তিশালী ঘূর্ণিঝড় বিপর্যয়-এর জেরে যে বানভাসি বিপর্যয় রাজস্থান দেখছে তা দক্ষিণ রাজস্থানের অনেকে দেখেননি।

এমন অতিবৃষ্টি সেখানে বড় একটা নজরে পড়েনা। রাজস্থানের ইতিহাস বলছে বর্ষার প্রাক্কালে বিভিন্ন শহরে এমন বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়া এর আগে কখনও হয়নি।

রাজস্থানের ইতিহাসে এই প্রথম এমনটা হল। হিসাব বলছে বছরে রাজস্থানে বর্ষাকালে জুন মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যে বৃষ্টি হয় তার ২৫ শতাংশ বৃষ্টি এবার শুধু ১৬ জুন থেকে ১৯ জুন অর্থাৎ মাত্র ৪ দিনে রাজস্থানে হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk