SciTech

চিনের হ্যাকাররা চুরি করল ভারতের স্বাস্থ্য সংক্রান্ত ওয়েবসাইটের বিপুল রেকর্ড

Published by
News Desk

বিষয়টি প্রথম জানতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ফায়ারআই নামে একটি সংস্থা। যারা বিশ্ব জুড়ে হ্যাকিং হচ্ছে কিনা নজর রাখে। তারাই জানিয়েছে ভারতের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইট থেকে সাকুল্যে ৬৮ লক্ষ রেকর্ড চুরি করেছে হ্যাকাররা। যেখানে চিকিৎসকদের বিস্তারিত তথ্য ও রোগীদের বিস্তারিত তথ্য ছিল। চিনের হ্যাকাররাই এর পিছনে রয়েছে বলেও জানিয়েছে ফায়ারআই।

কী হবে এসব রেকর্ড চুরি করে? ফায়ারআই জানাচ্ছে, এসব তথ্য হ্যাকাররা বেচে দিচ্ছে। আন্ডারগ্রাউন্ড ফোরামে বিক্রি করা হচ্ছে এসব তথ্য। দাম উঠছে ২ হাজার ডলার। তাতেই বিক্রি হচ্ছে এসব গুরুত্বপূর্ণ তথ্য। ফলেনস্কাই৫১৯ নামে একটি ভাইরাস এগুলি চুরি করেছে। এ তথ্য চিনের কাজে লাগতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞেরা।

চিন ২০২০ সালের মধ্যে হেলথকেয়ার ক্ষেত্রে নিজেদের বিশেষ জায়গা তৈরি করতে ছুটছে। চিনের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিও ক্রমে বাজারে থাবা বসাচ্ছে। কম দামে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তির উপায় দিয়ে চিন চাইছে বিশ্ব বাজারে বড়সড় থাবা বসাতে। যাতে হেলথকেয়ার ক্ষেত্রে তারা বড় ব্যবসার সুযোগ পেতে পারে। সেজন্য এসব তথ্য চিনের কাজে লাগতে পারে বলেই মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts