Feature

পৃথিবীর সবচেয়ে বড় হিরে কোনটি, কোহিনুর কিন্তু নয়

অনেকেই মনে করেন কোহিনুর হল পৃথিবীর সবচেয়ে বড় হিরে। বাস্তবটা কিন্তু তা নয়। তার চেয়ে অনেক বড় হিরে রয়েছে এই পৃথিবীতে।

Published by
News Desk

পৃথিবীর সবচেয়ে বড় হিরে নিয়ে মানুষের মনে একটা ধারনা আছে। অনেকেই মনে করেন কোহিনুর হল পৃথিবীর সবচেয়ে বড় হিরে। কোহিনুর মোটেও কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় হিরে নয়। বরং তা দ্বিতীয় বা তৃতীয় বৃহতের জায়গাতেও নেই।

কিছুটা পিছনেই রয়েছে কোহিনুর। পৃথিবীর সবচেয়ে বড় হিরে হল কালিনান হিরে। ১৯০৫ সালে এই হিরেটির খোঁজ মেলে। হিরেটি উত্তোলিত হয় দক্ষিণ আফ্রিকার কালিনান খনি থেকে।

ওই খনির মালিকের নাম ছিল থমাস কালিনান। সেই নামই জুড়ে যায় পৃথিবীর সবচেয়ে বড় হিরের সঙ্গে। এটির ওজন ৩ হাজার ১০৬ ক্যারেট। অন্যদিকে কোহিনুর হিরের ওজন ১০৫.৬ ক্যারেট।

বোঝাই যাচ্ছে কালিনান হিরের ধারেকাছেও নয় কোহিনুরের ওজন। তবে নামডাক এবং ঐতিহাসিক গুরুত্বে কালিনান কিন্তু কোহিনুরের ধারেকাছেও ঘেঁষতে পারবেনা।

হিরের সবচেয়ে বড় হিরেটি যদি কালিনান হয় তাহলে দ্বিতীয় বৃহৎ হিরেটি বোতসোয়ানা থেকে পাওয়া গিয়েছে সম্প্রতি। যার ওজন ২ হাজার ৪৯২ ক্যারেট। কানাডার সংস্থা লুকারা ডায়মন্ড বোতসোয়ানার খনি থেকে এই দ্বিতীয় বৃহত্তম হিরেটির খোঁজ পায়।

কারোয়ে নামে খনি থেকে এটি উত্তোলিত হয়। যা চেহারায় নেহাত কম যায়না। বোতসোয়ানা সরকারের তরফে এই হিরে উত্তোলিত হওয়ার পর জানানো হয় এটিই তাদের দেশের মাটির তলা থেকে পাওয়া সর্বকালের সবচেয়ে বড় হিরে।

Share
Published by
News Desk

Recent Posts