World

অবসাদে আত্মহত্যা করলেন ফিদেল কাস্ত্রোর বড় ছেলে

Published by
News Desk

কিউবা তো বটেই, এমনকি গোটা বিশ্বেই বিপ্লবের আর এক নাম হয়ে কিংবদন্তি ফিদেল কাস্ত্রো। যাঁর জীবনটাই ছিল সংগ্রাম। প্রবল প্রতিকূলতার সঙ্গে মনের জোর আর অসীম সাহসে লড়াই করার জন্য যাঁকে চিরদিন মনে রাখবে কিউবা। সেই কিংবদন্তি লড়াকু রাষ্ট্রনেতার বড় ছেলে ফিদেল কাস্ত্রো দিয়াজ বালার্ট কিনা আত্মহত্যা করলেন মানসিক অবসাদে! কী অদ্ভুত বৈপরীত্য!

ফিদেল কাস্ত্রো তখনও ফিদেল কাস্ত্রো হননি। সংগ্রামের কঠিন জীবনে পা দেননি। সেই যুবা ফিদেল বিয়ে করেন কিউবার এক সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে। সেই প্রথম স্ত্রীয়ের প্রথম সন্তান বালার্ট। ফিদেল কাস্ত্রোর বড় ছেলে। পরে নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে পূর্বতন সোভিয়েত ইউনিয়নে পড়াশোনা করেন বালার্ট। একসময়ে কিউবার সায়েন্টিফিক অ্যাডভাইজার হিসাবে কাজ করেছেন। বইপোকা হিসাবে পরিচিত বালার্টকে দেখতে ছিল হুবহু বাবা ফিদেলের মত। তাই তাঁকে সকলে ফিদেলিটো বা ছোট্ট ফিদেল বলে ডাকতেন। দীর্ঘদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। ৬৮ বছর বয়স হয়েছিল তাঁর। বালার্টের আত্মহত্যা করে মৃত্যুর খবর কিউবার সরকারি ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে।

Share
Published by
News Desk