World

দানব টর্নেডোর হামলা, তছনছ চুরুটের শহর, মৃত ৩

Published by
News Desk

আকাশ ছোঁয়া কুণ্ডলী পাকানো টর্নেডো ধেয়ে এল জনবসতিপূর্ণ শহরে। চুরুটের শহর বলে খ্যাত এই শহর। কিউবার রাজধানী শহর হাভানার ওপর আছড়ে পড়ল টর্নেডো। রবিবার সন্ধেয় হাভানায় আছড়ে পড়ে ঝড়টি। কেড়ে নেয় ৩টি প্রাণ। আহত হন ১৭২ জন। এঁদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হন। পুরো ঘটনার কথা জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট।

টর্নেডোর জেরে তছনছ হয়ে গেছে গোটা শহর। বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন। শুধু হাভানা বলেই নয়, টর্নেডোর জেরে কিউবার বহু পুর এলাকা ধ্বংসের চেহারা নিয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk
Tags: Bengali News

Recent Posts