Sports

করোনায় কাবু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

করোনা এবার কাবু করল পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। বিশ্বখ্যাত ফুটবলার পজিটিভ ধরা পরার পর তাঁকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়।

লিসবন : করোনা কাবু করেছে বহু বিখ্যাত ব্যক্তিত্বকে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর করোনা ধরা পড়েছে। ফলে তাঁকে দ্রুত আইসোলেশনে পাঠানো হয়েছে। পর্তুগিজ ফুটবল ফেডারেশন রোনাল্ডোর করোনা হওয়ার কথা নিশ্চিত করেছে।

রোনাল্ডো দীর্ঘদিন ফুটবল মাঠের বাইরে ছিলেন করোনা ইউরোপে ছড়ানোর পর। এমনকি লকডাউনে বাড়িতে থাকায় তাঁর চুল কাটার দায়িত্ব নিয়েছিলেন তাঁর বান্ধবী। সে ছবিও সোশ্যাল সাইটে প্রকাশিত হয়। যথেষ্ট নিয়ম মেনেই চলছিলেন তিনি। পরে অবশ্য ফিরেছিলেন ফুটবল মাঠে।

২ দিন আগেও রোনাল্ডো জাতীয় দলের অধিনায়ক হিসাবে ফ্রান্সের বিরুদ্ধে একটি ম্যাচ খেলেন। সামনেই পর্তুগালের খেলা রয়েছে সুইডেনের সঙ্গে।

ফ্রান্সের সঙ্গে খেলা হওয়ার ২ দিনের মধ্যেই তাঁর করোনা পজিটিভ ধরা পড়ল। রোনাল্ডোর করোনা ধরা পরার পরই তাঁর দলের সতীর্থদের সকলের করোনা পরীক্ষা হয়েছে আবার করে। মঙ্গলবারই তাঁদের করোনা পরীক্ষা হয়।

রোনাল্ডোর করোনা ধরা পড়লেও তিনি উপসর্গহীন। তাঁর শরীরে কোনও করোনা উপসর্গ প্রকট নয়। তিনি ভালই আছেন। কিন্তু করোনা ধরা পরায় তাঁকে আইসোলেশনে যেতে হয়েছে।

করোনা থাকায় তাঁকে জাতীয় দল থেকেও বাদ পড়তে হয়েছে। সেকথা জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন।

রোনাল্ডো ইতালির জুভেন্তাস-এর বড় ভরসা। যখন ইতালিতে করোনা ছড়াতে শুরু করে তখন জুভেন্তাসের এক এক করে বেশ কয়েকজন খেলোয়াড় করোনার শিকার হন। পরে তাঁরা অবশ্য সুস্থও হয়ে ওঠেন।

কিন্তু সে সময় সতীর্থ হলেও রোনাল্ডোর করোনা ধরা পড়েনি। তিনি সুস্থই ছিলেন। খেলা বন্ধ থাকায় পর্তুগালে নিজের শহরে ফিরে আসেন তিনি। তারপর থেকে বাড়িতেই থাকছিলেন লকডাউনে।

কিছুদিন আগেই আর এক বিশ্বখ্যাত ফুটবলার নেইমারের করোনা ধরা পড়ে। তিনি করোনা জয় করে ফের ফিরে এসেছেন ফুটবল মাঠে। এবার বিশ্ব ফুটবলের কিংবদন্তিতে পরিণত হওয়া রোনাল্ডোর করোনা ধরা পড়ল।

রোনাল্ডো দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুন এটাই এখন চাইছেন তাঁর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য ভক্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025